গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্ত থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
রাত ১০টায় বিফিংয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যাল কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা বাচ্চাটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। এরপর তাকে হাসপাতলে দ্রুত নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোঘণা করেন চিকিৎসক।’
এর আগে রাত ৮টা ৫০ মিনিটে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নেওয়া তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি।
সম্পর্কিত সংবাদ
নাটোরে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহি এক বাসের চাপায় মো.মনছুর রহমান(৪০) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। বুধবারবিস্তারিত…
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বরে সাতক্ষীরা–খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইজিবাইক, মাহেন্দ্র ওবিস্তারিত…
