বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বোমার আঘাতে আহত হয়েছেন আরও তিনজন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত সেনাদের নামও প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন— মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি।

তারা ইসরায়েলের বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। বাকি তিনজন ছিলেন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফার জেনিনা এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এটির পেছনে দুটি হামভি গাড়ি যাচ্ছিল।

এর মধ্যে একটি হামভি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই চার সেনা নিহত এবং আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কীভাবে তা সক্রিয় করা হয়েছিল এবং কখন সেখানে স্থাপন করা হয়েছিল, সে বিষয়ে সেনাবাহিনী এখনও তদন্ত চালাচ্ছে।

রাফা থেকে এর আগে হামাস সদস্যদের হটিয়ে দেওয়ার দাবি করেছিল ইসরায়েল। তা সত্ত্বেও সেখানে এমন শক্তিশালী বিস্ফোরণ ঘটাল হামাস যোদ্ধারা

ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, রাফায় এখনও কয়েক ডজন হামাস যোদ্ধা লুকিয়ে আছে, যাদের বেশিরভাগই জেনিনা এলাকায়। সূত্র: টাইমস অব ইসরায়েল

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা
  • ভারতের উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন
  • ভারতে ভুয়া ‘বাবা’ বিরোধী অভিযানে গ্রেপ্তার বেশ কয়েকজন বাংলাদেশি
  • নেপালে দেখামাত্র গুলির নির্দেশ, নিহত বেড়ে ১৮
  • তুরস্কে ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
  • হার্ভার্ডের অনুদান বন্ধ করা ট্রাম্পের অবৈধ হস্তক্ষেপ: আদালত
  • ভারতকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে রাশিয়া
  • Copy link
    URL has been copied successfully!