টিকার ২ ডোজ গ্রহণে ৯৮ শতাংশ সুরক্ষা: ভারতের গবেষণা

করোনাভাইরাসের টিকার দুটি ডোজ গ্রহণে করোনায় মৃত্যুর হাত থেকে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ। আর একটি ডোজ গ্রহণ ৯৮ শতাংশ করোনা আক্রান্তের ঝুঁকি কমে । সরকার গতকাল (৩ জুলাই) ভারতের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গবেষণাটি পরিচালিত হয় পাঞ্জাব পুলিশের ওপর। যৌথভাবে এই গবেষণা চালিয়েছে পাঞ্জাব সরকার ও চণ্ডীগড় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়ার (এনআইটিআই) সদস্য ডা. ভি কে পল।

গবেষণায় উঠে এসেছে, করোনাভাইরাসের এক ডোজ টিকা নিয়েছেন এমন ৩৫ হাজার ৮৫৬ জন পুলিশ সদস্যের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। অর্থাৎ, এক ডোজ গ্রহণ করা ব্যক্তিদের ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের হার প্রতি হাজারে ০.২৫। অন্যদিকে দুই ডোজই নিয়েছেন, এমন ৪২ হাজার ৭২০ জনের মধ্যে মারা গেছেন মাত্র ২ জন। মৃতের হার হাজারে ০.০৫।

ডা. ভি কে পল বলেন, করোনার টিকা নেননি এমন ৪ হাজার ৮৮৬ জন পুলিশ সদস্যের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। অর্থাৎ, এক্ষেত্রে প্রতি হাজারে মৃতের হার ৩.০৮।

গবেষণার জন্য পুলিশ বাহিনীকে বেছে নেওয়ার কারণ হলো, দায়িত্ব পালনের কারণে বরাবরই করোনায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকেন তারা।






Related News

  • ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫০৩
  • ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি রেকর্ড ২৬৫৩ জন
  • ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১৮
  • ৪৪ জেলায় কৃমিনাশক খাওয়ানো হবে ২২ জানুয়ারি থেকে
  • করোনায় আরও ১৪১৯ মৃত্যু, শনাক্ত পৌনে ৪ লাখ
  • অক্টোবরের ১২ দিনেই ডেঙ্গু আক্রান্ত প্রায় সাড়ে ৬ হাজার
  • করোনা টিকার প্রথম ডোজ ক্যাম্পেইনের সময় বাড়ল
  • ভাজা-পোড়া খাবার কতটা ক্ষতিকর ?
  • %d bloggers like this: