যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া

লম্বা সময় ধরে ফুটবল বিশ্বে সেরার লড়াইয়ে দু’জন চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খেলেছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও হর-হামেশা তুলনা করতে দেখা যায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঝে। দুজনের সঙ্গে একত্রে খেলার অভিজ্ঞতা আছে আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার। কে সেরা– এমন প্রশ্নে স্বদেশি মহাতারকা মেসিকেই এগিয়ে রাখলেন তিনি। তবে আরেকদিক থেকে ডি মারিয়া এগিয়ে রেখেছেন রোনালদোকে।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার সাবেক এই আগ্রাসী মিডফিল্ডার। ডি মারিয়ার মতে– মেসি সৃষ্টিকর্তার কাছ থেকে সেরা ফুটবলার হওয়ার উপযোগী উপহার পেয়েছেন। আবার রোনালদোকে সবচেয়ে ‘পেশাদার’ ফুটবলার হিসেবে উল্লেখ করেছেন একসময় তার সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলা এই আলবিসেলেস্তে তারকা।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলেছেন ডি মারিয়া। ফলে জাতীয় দলের হিসাবে রাইভাল হলেও, ক্লাবের সাবেক সতীর্থ রোনালদোকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। এই প্রসঙ্গে ডি মারিয়া বলেন, ‘পেশাদারিত্বের বিচারে ক্রিস (রোনালদো) সবার সেরা, অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থেকেই থাকবে। নিজের মান ধরে রাখার জন্য সে যতটা পরিশ্রম করে এবং সামর্থ্য অক্ষুণ্ন রাখতে যে প্রচেষ্টা, তা সত্যিই প্রশংসনীয়। লিওর সঙ্গে প্রতিযোগিতায় সেরা হয়ে থাকতে তার ধারাবাহিক প্রচেষ্টা থাকে। কিন্তু তার কাজটা কঠিন হয়ে পড়েছে মেসির যুগে এসে পড়ায়!’

১০০০তম গোলের লক্ষ্যে ছুটে চলা রোনালদোর সঙ্গে মেসির তুলনা নিয়ে ডি মারিয়া আরও বলেন, ‘ক্রিস হলো পুরোটাই কঠোর পরিশ্রমের সমন্বিত রূপ, তার মধ্যে সবার চেয়ে সেরা হওয়ার প্রচেষ্টা আছে। তবে আমার ড্রেসিংরুমের অপর সঙ্গী মেসি দেখিয়েছে যে, সেরাদের সেরা হওয়ার জন্য তার মধ্যে সৃষ্টিকর্তার দেওয়া উপহার আছে।’

২০২৪ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার দিনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ডি মারিয়া। যদিও তাকে আরও বেশি সময় আকাশী-নীল জার্সিতে দেখতে চেয়েছিলেন আলবিসেলেস্তে সমর্থকরা। অন্যদিকে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি ও রোনালদো। ২০২৬ বিশ্বকাপ দিয়ে তারা শেষবার ফিফার মেগা ইভেন্ট খেলবেন বলে ধারণা করা হচ্ছে। ৩৮ বছর বয়সী মেসি কাতার বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারে প্রাপ্তির ষোলোকলা পূর্ণ করেছেন। জিতেছেন সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর। অন্যদিকে, বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া রোনালদো ৫টি ব্যালন ডি’অর এবং ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সব জিতেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরের বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়
  • সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
  • সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
  • বিপিএল শুরুর সময়ে পরিবর্তন
  • পদত্যাগ করলেন আনচেলত্তি
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • Copy link
    URL has been copied successfully!