চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ভারতীয় জাহাজ
ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে একটি জাহাজ। আগামীকাল বৃহস্পতিবার জাহাজটি থেকে চাল খালাস শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে বন্দর সূত্র জানায়, এমভি টানিস ড্রিম নামের জাহাজে ২৪ হাজার ৬৯০ টন চাল আমদানি করা হয়েছে। আগামীকাল সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে জাহাজ ভিড়ানোর পর চাল খালাস শুরু হবে।
খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা বলেন, সরকারি উদ্যোগে প্রতিযোগিতামূলক দরপত্রে চাল কেনার প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত থেকে প্রথম চালানটি এলো আজ। পর্যায়ক্রমে আরও চাল আসবে বন্দরে।
এমভি টানিস জাহাজের স্থানীয় প্রতিনিধি সেভেন সিজ শিপিং লাইনসের কর্ণধার মো. আলী আকবর বলেন, ভারতের কাকিনাদা বন্দর থেকে যাত্রা করা জাহাজটি আজ বিকেলে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বন্দরে কোনো চালের জাহাজ এই প্রথম এলো।
সম্পর্কিত সংবাদ
শান্তি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি, ভূখণ্ড না ছাড়ার শর্ত
ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত হলেও মস্কোর দাবি অনুযায়ী প্রথমেই অতিরিক্ত ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহারবিস্তারিত…
এবার দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
অবশেষে স্বর্ণের দামের পাগলা ঘোড়া থেমেছে। আন্তর্জাতিক বাজারে কমার পর এবার দেশের বাজারেও স্বর্ণের দামেবিস্তারিত…
