সাইকেল থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত সাইকেল থেকে পড়ে মো. জিহাদ হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের বেপারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জিহাদ হোসেন ওই বাড়ির প্রবাসী মো. মাসুদ হোসেনের ছেলে। সে ওই ইউনিয়নের বাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বিকেলে বাড়ি থেকে নিজের সাইকেলটি নিয়ে বের হয় জিহাদ হোসেন। এ সময় বাড়ির সামনে গ্রামীণ সড়ক থেকে সাইকেলটি নিয়ে রাস্তার নিচে পড়ে সে মাথায় আঘাত পায়। তাৎক্ষণিক স্থানীয়রা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিহাদের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।

জিহাদের মা ঝর্ণা বেগম জানান, জিহাদ মৃগী রোগে আক্রান্ত। তাছাড়া গত কয়েকদিন ধরে সে শারীরিকভাবে অসুস্থ। বিকেলে সে সাইকেল নিয়ে বের হয়। পরে শিশুদের মাধ্যমে জানতে পারি জিহাদ সাইকেল নিয়ে পড়ে মাথা ফেটে গেছে এবং নাক-মুখ থেকে রক্ত বের হচ্ছে। পরে হাসপাতালে সে মারা গেছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, জিহাদ হোসেনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন থানায় এসেছেন। তাদের কোনো অভিযোগ নেই এবং আদালতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করেছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক
  • নড়াইলে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
  • মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা
  • যশোরে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত
  • সাতক্ষীরার চার আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা
  • চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
  • কুড়িগ্রামে ৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ
  • খুলনায় এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির তল্লাশি
  • Copy link
    URL has been copied successfully!