ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ২৭৩ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলার আশুগঞ্জ ও কসবায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ফরিদ মিয়া (২৪) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একাতরী (মিজি বাড়ি) এলাকার শহিদুল্লাহর ছেলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে গোলাম কিবরিয়া (২৫), একই উপজেলার কালতা পূর্বপাড়া গ্রামের জসিম মিয়ার ছেলে মো. শাকিল (২৩), কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার রসূলপুর গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (৩৬) ও একই উপজেলার লিলু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৬)।

বুধবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোরে জেলার কসবা উপজেলার কুটি ইউপির কালামুড়িয়া এলাকায় পরিচালনাকালে মাইক্রোবাসসহ ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকসহ কিবরিয়া ও শাকিলকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সকাল সোয়া ৭টার দিকে পৃথক আরেক অভিযানে উপজেলার চরচারতলা এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকসহ মাসুম ও জামালকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কসবা ও আশুগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • চাঁদপুরে বাসচাপায় কলেজছাত্রী নিহত
  • মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক
  • নড়াইলে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
  • মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা
  • যশোরে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত
  • সাতক্ষীরার চার আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা
  • চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
  • কুড়িগ্রামে ৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ
  • Copy link
    URL has been copied successfully!