চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে ছিটকে পড়ল গাড়ি, নিহত ১

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের রাস্তায় আছড়ে পড়েছে। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই গাড়িতে থাকা চারজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মচারী ছিলেন।

ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে সিরাজুল বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি নিচে রাস্তায় পড়ে গেছে। সেখানে প্রচুর লোকজন জমা হয়েছে। তাদের সরিয়ে দিয়ে আমরা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে দিয়েছি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ট্রাকচাপায় রাজশাহী কলেজের ছাত্র নিহত
  • এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, আটক ২
  • চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
  • ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার
  • মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
  • মেহেরপুরে বিলে ডুবে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!