ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় আগামী বছরও বসছে যুব বিশ্বকাপের নতুন আসর। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নামিবিয়া ও জিম্বাবুয়ের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১৬ দলের এই প্রতিযোগিতা।

বুধবার (১৯ নভেম্বর) আইসিসি প্রকাশ করেছে টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি। ঘোষিত সূচি অনুযায়ী চারটি গ্রুপে ভাগ করা হয়েছে সব দলকে, প্রতিটি গ্রুপে ৪টি করে দল। মোট ২৩ দিনে হবে ৪১ ম্যাচ। গ্রুপপর্বে বাংলাদেশ খেলবে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে সুপার-সিক্স পর্বে। সেখান থেকে নির্ধারিত হবে দুই সেমিফাইনালিস্ট এবং পরে ফাইনালিস্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৫ জানুয়ারি মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ভারত। একই দিনে মাঠে নামবে জিম্বাবুয়ে–স্কটল্যান্ড এবং অভিষিক্ত তানজানিয়া–ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের যাত্রা শুরু হবে ১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে ২৩ জানুয়ারি তারা খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবারও সরাসরি খেলছে মূল পর্বে। ২০২৪ সালের বিশ্বকাপে সেরা দশে থাকায় বাছাইপর্বে অংশ নিতে হয়নি তরুণ টাইগারদের।

স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়াও সরাসরি সুযোগ পাওয়া দেশগুলো হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আঞ্চলিক বাছাইপর্ব থেকে উঠেছে আরও পাঁচ দল তানজানিয়া (আফ্রিকা), যুক্তরাষ্ট্র (আমেরিকা), আফগানিস্তান (এশিয়া), জাপান (পূর্ব এশিয়া-প্যাসিফিক) ও স্কটল্যান্ড (ইউরোপ)।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • বিশ্বকাপ খেলার নিশ্চয়তা যে কারণে দিচ্ছেন না মেসি
  • বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন
  • সবচেয়ে কম বলে এক হাজার রানের বিশ্ব রেকর্ড
  • এশিয়ার আরচ্যারির সভাপতি বাংলাদেশের চপল
  • ম্যারাডোনা ছাড়াও মেসির কাছে সর্বকালের সেরা যারা
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি
  • Copy link
    URL has been copied successfully!