এই সস্তার ফোনে পাবেন ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি

ভারতের স্মার্টফোন বাজারে বড় চমক নিয়ে আসছে পোকো। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় বাজেট ফাইভ-জি স্মার্টফোন পোকো এম৭ প্লাস ফাইভ-জি (Poco M7 Plus 5G)–এর নতুন ৮ গিগাবাইট র্যাম + ১২৮ গিগাবাইট স্টোরেজ সংস্করণ বাজারে আনতে চলেছে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে এই নতুন সংস্করণের তালিকাভুক্তি হয়েছে এবং জানা গিয়েছে, এর আনুষ্ঠানিক লঞ্চ হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায়। নতুন সংস্করণটি বর্তমানে থাকা ৬ গিগাবাইট এবং ৮ গিগাবাইট র্যাম সংস্করণের তুলনায় আরও সস্তা হবে বলে আশা করা হচ্ছে।
দাম ও ভ্যারিয়েন্ট-
ভারতে প্রথম লঞ্চের সময় পোকো এম৭ প্লাস ফাইভ-জি–এর ৬ গিগাবাইট + ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ছিল ১৩,৯৯৯ রুপি, আর ৮ গিগাবাইট + ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ছিল ১৪,৯৯৯ রুপি। বর্তমানে ফ্লিপকার্টে এই দুটি সংস্করণ যথাক্রমে ১৩,৪৯৯ রুপি ও ১৪,৪৯৯ রুপি দামে পাওয়া যাচ্ছে। সেই হিসেবে নতুন ৮ গিগাবাইট সংস্করণটি আরও কম দামে আসবে এবং এটি বাজারের সবচেয়ে সস্তা ফাইভ-জি ফোনগুলোর একটি হবে। ফোনটি পাওয়া যাবে তিনটি রঙে— অ্যাকুয়া নীল, কার্বন কালো এবং ক্রোম রুপালি।
বৈশিষ্ট্য ও পারফরম্যান্স-
ডিসপ্লে: ৬.৯ ইঞ্চি পূর্ণ এইচডি+ (Full HD+) পর্দা, ১৪৪ হার্জ রিফ্রেশ হার, ২৮৮ হার্জ টাচ স্যাম্পলিং রেট, সর্বোচ্চ উজ্জ্বলতা ৮৫০ নিটস
প্রসেসর: স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ (Snapdragon 6s Gen 3)
র্যাম ও স্টোরেজ: সর্বোচ্চ ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স (LPDDR4x) র্যাম ও ১২৮ গিগাবাইট ইউএফএস ২.২ (UFS 2.2) স্টোরেজ
সফটওয়্যার: হাইপারওএস ২.০ (HyperOS 2.0) এবং অ্যানড্রয়েড ১৫, সঙ্গে ২ বছরের সিস্টেম আপডেট ও ৪ বছরের নিরাপত্তা আপডেট
ক্যামেরা: পিছনে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা ও একটি সহায়ক সেন্সর, সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা (১০৮০পি/৩০ এফপিএস ভিডিও রেকর্ডিং সমর্থন)
ব্যাটারি: ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার (mAh) সিলিকন-কার্বন ব্যাটারি, ৩৩ ওয়াট দ্রুত চার্জ ও ১৮ ওয়াট উল্টোদিকে চার্জ (রিভার্স চার্জিং) সাপোর্ট
ডিজাইন: ওজন ২১৭ গ্রাম, পুরুত্ব মাত্র ৮.৪০ মিলিমিটার – কোম্পানির দাবি অনুযায়ী এটি তার ক্যাটাগরির মধ্যে সবচেয়ে পাতলা ফাইভ-জি ফোন
সংযোগ: ফাইভ-জি, ফোর-জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট
নিরাপত্তা: পাশে-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সঙ্গে আইপি৬৪ রেটিং–এর কারণে ধুলো ও জলছিটে থেকে সুরক্ষা
কেন বিশেষ এই ফোন?
শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারি, বড় ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, ফাইভ-জি সাপোর্ট এবং তুলনামূলকভাবে আরও সস্তা দাম—সব মিলিয়ে পোকো এম৭ প্লাস ফাইভ-জি সহজেই বাজেট ক্রেতাদের অন্যতম সেরা পছন্দ হয়ে উঠতে পারে।
ফোনটির বিক্রি শুরু হবে লঞ্চের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর দুপুর থেকে। তাই যারা কম দামে একটি পাওয়ারফুল ফাইভ-জি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে এক অসাধারণ সুযোগ।
সম্পর্কিত সংবাদ

ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে এই ১০টি নিয়ম মানুন
ল্যাপটপ এখন কাজ, পড়াশোনা ও বিনোদনের অপরিহার্য যন্ত্র। তবে অনেক সময় ব্যবহারকারীরা এমন কিছু ভুলবিস্তারিত…

হোয়াটসঅ্যাপে হাই-রেজুলেশনের ছবি পাঠানোর উপায়
আমরা হোয়াটসঅ্যাপে (WhatsApp) অনেক সময় যে ছবি পাঠাই, সেগুলোর মান ভালো নয়। তথ্য সংরক্ষণ করারবিস্তারিত…