‘‘প্রতিকার নয়, প্রতিরোধ করতে হবে” কলারোয়া ইউএনও জহুরুল ইসলাম

নিউজ ডেস্ক :: কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেছেন, কোন ঘটনা ঘটার পরে নয়, আগেই প্রতিরোধ করতে হবে,তাহলেই আমরা সফল কাম হতে পারবো। আমদের দেশকে এগিয়ে নিতে হলে দেশের সোনার মাটির সঠিক ব্যবহার করে অধিক ফসল ঘরে তুলতে হবে।

তিনি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ব্রাক স্বাস্থ্য কর্মসূচি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর ইর্মাজেস্মী হেলথ বেসপন্ডার গ্রুপ ওয়ার্কসপ ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ব্রাক, কলারোয় অফিস আয়োজিত বেসরকারী সাহায্য সংস্থা উন্নয়ন পরিষদ এর প্রধান অফিস ট্রেনিং রুমে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার হুমায়ুন কবীর,কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন,কলারোয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ বাপ্পি কুমার দাস, দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আশরাফ হোসেন, ব্রাক, যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচীর প্রোগ্রাম কর্মকর্তা সামিয়া সুলতানা, যক্ষা নিয়ন্ত্রন এর ফিল্ড কর্মকর্তা আনুরুল ইসলাম,লতাশ্রী রায়, জলবায়ু পরিবর্তনের প্রোগ্রাম কর্মকর্তা অমিত কুমার প্রমূখ।

আলোচনা সভা শেষে মোঃ মেহেদী হাসানকে প্রধান সমন্ময়কারী,মোঃ মিজানুর রহমানকে সহকারী সমন্ময়কারী,মোঃ হাবিবুর রহমানকে চিকিৎসা সমন্ময়কারী,সামিয়া মমতাজকে চিকিৎসা সমন্ময়কারী,একরামুল কবীরকে রোগী অগ্রাধিকার সমন্ময়কারী,মর্তুজা হাসান কে তথ্য ও নথি সমন্ময়কারী,শেখ শাহাজাহান আলী আলী (তুহিন) কে সরঞ্জাম ও লজিষ্টিক সমন্ময়কারী, মোঃ আসাদুজ্জামান ফারুকী কে কমিউনিটি লিঙ্ক সমন্ময়কারী ও মোঃ মাহফুজ হাসানকে মাঠ পর্যায় সমন্ময়কারী মনোনিত করে ৯ সদস্য কমিটি গঠন করা হয়।

অনুরুপভাবে কলারোয়া উপজেলার হেলাতলা,কয়লা ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের জন্য ৯ সদস্য বিশিষ্ট ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রæপ এর কমিটি গঠন করা হয়।

এ ছাড়া এর আগে কলারোয়া উপজেলার সবকটি ইউনিয়নের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জলাবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প গেøাবাল ফান্ড এর অর্থায়নে আয়োজিত সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জলবায়ু পরিবর্তন ও হেলথ প্রোগ্রামের ব্রাক সাতাক্ষীরা জেলা কর্মকর্তা সোহেল রানা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি
  • গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
  • কলারোয়াতে জামায়াতের স্মরণকালের গণমিছিল অনুষ্ঠিত
  • খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
  • ভালুকায় মা-শিশুসহ ৩ জনকে গলাকেটে হত্যা
  • বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • Copy link
    URL has been copied successfully!