ভারতের উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির পশ্চিমী রাজ্য মহারাষ্ট্রের সাবেক রাজ্যপাল এবং ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে ভোট দেন ভারতীয় সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। এদিন ৭৮১ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে রাধাকৃষ্ণন পান ৪৫২টি ভোট, যা এনডিএ-র সদস্যসংখ্যার তুলনায় বেশি। অন্তত ১৫ জন বিরোধী সাংসদ ক্রস ভোটিং করে রাধাকৃষ্ণনকে ভোট দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সাবেক বিচারপতি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। ১৫টি ভোট বাতিল হয়েছে।
কংগ্রেস দাবি করেছিল, তাদের প্রার্থী সুদর্শন রেড্ডি ৩১৫টি ভোট পাবেন। কিন্তু তিনি পেয়েছেন ৩০০টি ভোট।
গত ২১ জুলাই ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎই পদত্যাগ করেন জগদীপ ধনখড়। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার জন্যই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। ফলে মধ্যবর্তী এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, সিপি রাধাকৃষ্ণন একজন ‘অসাধারণ উপ-রাষ্ট্রপতি হবেন’ এবং ‘সংবিধানিক মূল্যবোধ আরও শক্তিশালী করবেন’।
প্রসঙ্গত, দীর্ঘদিনের বিজেপি রাজনীতিক রাধাকৃষ্ণন বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সংসদীয় কমিটিতেও কাজ করেছেন। নির্বাচিত হওয়ায় আগামী পাঁচ বছর ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সম্পর্কিত সংবাদ

ফেব্রুয়ারির নির্বাচনে জাতির নবজন্ম হবে: প্রধান উপদেষ্টা
আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদবিস্তারিত…

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি
নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। । শুক্রবারবিস্তারিত…