ভারতের উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন

ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির পশ্চিমী রাজ্য মহারাষ্ট্রের সাবেক রাজ্যপাল এবং ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে ভোট দেন ভারতীয় সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। এদিন ৭৮১ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে রাধাকৃষ্ণন পান ৪৫২টি ভোট, যা এনডিএ-র সদস্যসংখ্যার তুলনায় বেশি। অন্তত ১৫ জন বিরোধী সাংসদ ক্রস ভোটিং করে রাধাকৃষ্ণনকে ভোট দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সাবেক বিচারপতি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। ১৫টি ভোট বাতিল হয়েছে।

কংগ্রেস দাবি করেছিল, তাদের প্রার্থী সুদর্শন রেড্ডি ৩১৫টি ভোট পাবেন। কিন্তু তিনি পেয়েছেন ৩০০টি ভোট।

গত ২১ জুলাই ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎই পদত্যাগ করেন জগদীপ ধনখড়। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার জন্যই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। ফলে মধ্যবর্তী এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, সিপি রাধাকৃষ্ণন একজন ‘অসাধারণ উপ-রাষ্ট্রপতি হবেন’ এবং ‘সংবিধানিক মূল্যবোধ আরও শক্তিশালী করবেন’।

প্রসঙ্গত, দীর্ঘদিনের বিজেপি রাজনীতিক রাধাকৃষ্ণন বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সংসদীয় কমিটিতেও কাজ করেছেন। নির্বাচিত হওয়ায় আগামী পাঁচ বছর ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা
  • ভারতে ভুয়া ‘বাবা’ বিরোধী অভিযানে গ্রেপ্তার বেশ কয়েকজন বাংলাদেশি
  • নেপালে দেখামাত্র গুলির নির্দেশ, নিহত বেড়ে ১৮
  • তুরস্কে ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
  • হার্ভার্ডের অনুদান বন্ধ করা ট্রাম্পের অবৈধ হস্তক্ষেপ: আদালত
  • ভারতকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে রাশিয়া
  • স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত প্রায় ১৫০
  • Copy link
    URL has been copied successfully!