২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সময় জানা গেল

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। মেগা এ টুর্নামেন্টের সম্ভাব্য সময় আজ জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। পুরুষদের টি২০ বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। এবারের আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।
আইসিসির আসন্ন এ টুর্নামেন্টে ২০টি দল অংশ নেবে। খেলা অনুষ্ঠিত হবে ভারতের অন্তত পাঁচটি ভেন্যুতে এবং শ্রীলঙ্কার দুইটি ভেন্যুতে। ফাইনাল আয়োজন করা হবে আহমেদাবাদে। তবে পাকিস্তান ফাইনালে ওঠলে তা হবে কলম্বোতে । কারণ দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারত ও পাকিস্তান বর্তমানে একে অপরের মাটিতে খেলছে না।
যদিও এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করেনি আইসিসি, তবে ইতোমধ্যেই নির্দিষ্ট সময়সূচি জানিয়ে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোকে। ২০২৪ সালের যুক্তরাষ্ট্র–ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মতোই এবারও থাকবে একই ফরম্যাট। ২০ দল ভাগ হবে চারটি গ্রুপে, প্রতিটিতে পাঁচটি করে দল।
প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখানে আবার আট দলকে ভাগ করা হবে দুই গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে দুই দল উঠবে সেমিফাইনালে। সর্বশেষ আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ৫৫ ম্যাচের সেই টুর্নামেন্ট এবারও একইভাবে আয়োজন করা হবে।
২০২৬ বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত ১৫ দল নিশ্চিত হয়ে গেছে। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি। ইতালির জন্য এটি হবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ। বাকি পাঁচ দলের মধ্যে দুটো আসবে আফ্রিকার আঞ্চলিক বাছাই থেকে, আর তিনটি আসবে এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক বাছাই থেকে।
২০২৬ সালের প্রথম চার মাসে একের পর এক বড় ক্রিকেট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারত। শুরুতেই থাকবে নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল), যার সূচি এখনো চূড়ান্ত হয়নি। জানুয়ারি শুরুর দিক থেকে ফেব্রুয়ারি শুরুর মধ্যে ওই পাঁচ দলীয় টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিসিআই। এরপর বসবে টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপ শেষে মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত চলবে আইপিএল। এছাড়া জানুয়ারি ১১ থেকে ৩১ তারিখ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজও আয়োজন করবে ভারত।
সম্পর্কিত সংবাদ

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে একযুগ আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে আজ। ‘বি’ গ্রুপেরবিস্তারিত…

নতুন কোচ নিয়োগ দিল লেভারকুজেন
জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন নতুন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ক্যাসপার হিউলমান্ডকে। গত সপ্তাহে মাত্র দুইবিস্তারিত…