নতুন কোচ নিয়োগ দিল লেভারকুজেন

জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন নতুন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ক্যাসপার হিউলমান্ডকে। গত সপ্তাহে মাত্র দুই ম্যাচ পরই বরখাস্ত হন এরিক টেন হাগ, তার জায়গায় আসছেন ডেনমার্কের সাবেক এই কোচ।
৫৩ বছর বয়সী হিউলমান্ডের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করেছে লেভারকুজেন। ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দলকে তুলেছিলেন তিনি, যেখানে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ডেনমার্ক।
“এমন একটি দলে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের,” নিয়োগ পাওয়ার পর বলেন হিউলমান্ড। “অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ প্রতিভাদের নিয়ে বায়ার লেভারকুজেনের ভবিষ্যৎ গড়তে আমি দারুণ উদ্দীপ্ত।”
হিউলমান্ডের আগমন লেভারকুজেনের অস্থির সময়ের ইতি টানলো। ১ সেপ্টেম্বর টেন হাগকে বিদায় দেওয়া হয়, যিনি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া জাবি আলোনসোর উত্তরসূরি ছিলেন। আলোনসোর অধীনে লেভারকুজেন আগের মৌসুমে অপরাজিত থেকে লিগ-ডাবল জিতেছিল যা ক্লাবের প্রথম বুন্দেসলিগা শিরোপা।
ক্লাবের ক্রীড়া পরিচালক সিমন রলফেস স্বীকার করেছেন, টেন হাগকে নেওয়াটা ছিল ভুল সিদ্ধান্ত। তার ভাষায়, “তাকে রেখে দিলে সেটা আরও বড় ভুল হতো।” গত মৌসুমে রানার্স-আপ হওয়া লেভারকুজেন নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো করতে পারেনি। প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে রয়েছে দলটি।
হিউলমান্ড, যিনি ২০১১-১২ মৌসুমে নরশেল্যান্ডকে তাদের একমাত্র ডেনিশ লিগ শিরোপা জিতিয়েছিলেন, শুক্রবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে লেভারকুজেনের হোম ম্যাচে ডাগ আউটে দেখা যেতে পারে তাঁকে।
সম্পর্কিত সংবাদ

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে একযুগ আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে আজ। ‘বি’ গ্রুপেরবিস্তারিত…

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সময় জানা গেল
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। মেগা এ টুর্নামেন্টের সম্ভাব্য সময় আজবিস্তারিত…