এই সরকারকে আর বেশি দিন টাইম দিতে চাই না।’

বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে হামলার নির্দেশ দিলেন শেখ হাসিনা

বিএনপি-জামায়াত নেতাদের বাড়িঘরে হামলার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা।ফাঁস হওয়া নতুন অডিও রেকর্ডে হাসিনা বলেন, ‘আমি ডিসেম্বরের মধ্যেই দেশে আসছি। ডিসেম্বরের মধ্যেই ড. ইউনূসের সরকার পড়ে যাবে। ’

সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন যেখানে পতিত স্বৈরাচার হাসিনার কণ্ঠ এবং একজন অজ্ঞাত ব্যক্তির কথোপকথন শোনা যায়।

হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যার যা আছে, তা-ই নিয়ে প্রস্তুত থাকো। কল রেকর্ড থেকে সহজেই বুঝা যায়, কোনো একটি বিমানবন্দরের কাছে অথবা বিমানের শব্দ পাওয়া যায় এমন স্থানে অবস্থান করছেন হাসিনা বা গোপালগঞ্জের ওই ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান পরিচয়দানকারী আওয়ামী লীগ নেতা। প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়ার পর প্রতি উত্তরে ওই নেতা বলেন, ‘আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি।’

এসময় হাসিনা বলেন, ‘এখন ভয়ের কোনো কারণ নেই। তোমরা প্রস্তুতি নাও। আমরা অনেকদিন চুপ করে ছিলাম। যারা তোমাদের হয়রানি করছে, তাদের তালিকা করো। যারা বেশি বাড়াবাড়ি করছে, তাদের বলো যেন বাড়াবাড়ি না করে।’

এসময় ওই আওয়ামী লীগ নেতা অভিযোগের স্বরে উল্লেখ করেন, ‘গোবিন্দগঞ্জের সাবেক এমপি কালাম এবং তার নিজের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের লোকজন। আমাদের নামে অনেক মামলা দিয়েছে। তখন হাসিনা বলেন, ওদের বাড়িঘর নেই? ব্যবসা প্রতিষ্ঠান নেই? সবকিছু কি প্রকাশ্যেই করতে হয়? যারা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, আমরা তাদের বাড়িঘর পুড়ব। সেজন্য বলছি, প্রস্তুতি নাও।’

হাসিনা বলেন, ‘এক মামলার যে শাস্তি, সোয়া ২০০ মামলার একই শাস্তি। আমরা একবার আসতে পারলে দেখবা সংস্কার। সমাজের আবর্জনা সব পরিস্কার করব। সেজন্য বার বার বলছি, যার যা আছে তা ই নিয়ে প্রস্তুতি নাও। আমি যে কোনো মুহূর্তে চলে আসতে পারি। আমি খুব কাছেই আছি।এই সরকারকে আর বেশি দিন টাইম দিতে চাই না।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের
  • ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারে একমত ইসলামী আন্দোলন ও এনসিপি
  • জামায়াত আমিরের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
  • সবাইকে নিয়ে ফুলের বাগান গড়তে চান জামায়াতের আমির
  • নির্বাচনী প্রক্রিয়ায় পিআর সিস্টেমের পক্ষে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • এটিএম আজহারের আপিল শুনানি আজ
  • শেখ হাসিনাসহ ১০ জনের জাতীয় পরিচয়পত্র লক
  • নারী বিষয়ক কমিশনের কতিপয় সুপারিশ কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির
  • Copy link
    URL has been copied successfully!