যেকোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকার দোয়া

নিজেকে স্বাভাবিক রেখে যেকোনো পরিস্থিতি যথাযথভাবে সামাল দেওয়া অনেক বড় একটি গুণ। এই গুণের অভাবে মানুষ সফল হতে পারে না, ভুল করে বেশি এবং অনেক সময় পরিস্থিতি আরও জটিল করে তোলে। আল্লাহ তাআলা এ গুণটি অর্জনের জন্য সবর করতে বলেছেন, পাশাপাশি ছোট্ট একটি দোয়াও শিখিয়েছেন।

দোয়াটি হলো- رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ উচ্চারণ: ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাওঁ ওয়া তাওয়াফফানা মুসলিমিন।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাদের সবর (ধৈর্য) দান করুন এবং আপনার আনুগত থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নিন। (সুরা আরাফ: ১২৬)

এই দোয়াটি করেছিলেন ফেরাউনের যাদুকরেরা। মুসা (আ.)-এর লাঠি বড় সাপ হয়ে যাদুকরদের সাপগুলো খেয়ে ফেলার পর তারা আল্লাহর ওপর ঈমান এনেছিলেন। তখন ফেরাউন হুংকার ছেড়ে তাদের হাত-পা কেটে ফেলার ঘোষণা দিলো। তখন তারা বললেন- তুমি তো আমাদেরকে শুধু এ কারণেই শাস্তি দিচ্ছ যে, আমরা মহান রবের নিদর্শন দেখে ঈমান এনেছি। এরপর তারা আল্লাহর কাছে উপরোক্ত দোয়াটি করলেন।

এই দোয়ায় রয়েছে কঠিন পরিস্থিতিতে দৃঢ় থাকার সাহায্যপ্রার্থনা, একইসঙ্গে আল্লাহর শত্রুদের সামনে নিজের ঈমানের ওপর অবিচল থাকার ঘোষণা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কঠিন পরিস্থিতিতে উল্লেখিত দোয়াটির মাধ্যমে তাঁর সাহায্যপ্রার্থনার তাওফিক দান করুন। সবসময় ধৈর্যের মাধ্যমে স্বাভাবিক ও নিরাপদ থাকার তাওফিক দান করুন। আমৃত্যু ঈমানের ওপর অটল অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • হাদিসে ভবিষ্যদ্বাণী: আজ কেন ইলমহীন বক্তা বেশি?
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
  • গুনাহের পর অনুতপ্ত মনে ক্ষমা প্রার্থনার ফজিলত
  • নামাজে একাগ্রতা আনার ৬ কার্যকর উপায়
  • গর্ভবতী নারীরা যে দোয়া পড়বেন
  • মহররমের আগে যেসব প্রস্তুতি নেওয়া উচিত
  • ত্যাগের মহিমার ঈদুল আজহা আজ
  • হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি ও বিশ্ব মুসলিমের সমৃদ্ধি কামনা
  • Copy link
    URL has been copied successfully!