রেসিপি: ডিম ছাড়া কেক

ডিম ছাড়া কেক স্বাদেও খুবই সুস্বাদু। এতে যোগ করা হয় শুকনো ফল ও অন্যান্য উপাদান। যা ডিম ছাড়া কেক আরও বেশি সুস্বাদু করে তোলে। আপনি খুব কম সময়েই এটি একটি সহজ উপায়ে প্রস্তুত করতে পারেন।

উপকরণ

দুই কাপ ময়দা
এক কাপ চিনির গুঁড়ো
অর্ধেক কাপ কনডেন্সড মিল্ক
অর্ধেক কাপ দুধ
এক কাপ মাখন
এক চা চামচ বেকিং পাউডার
এক চা চামচ ভ্যানিলা এসেন্স
এক কাপ কিশমিশ
অর্ধেক কাপ টুটি ফ্রুটি
পাঁচটি ছোট এলাচ
দশটি চেরি
কুড়িটি খোসা ছাড়ানো বাদাম
অর্ধেক কাপ আখরোট

যেভাবে বানাবেন

১. ডিম ছাড়া ক্রিসমাস কেক তৈরি করতে প্রথমে আখরোট, কিশমিশ এবং ছোট এলাচ নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এগুলো গুঁড়ো করে নিতে হবে। এখানে বেকিং পাউডার এবং ময়দাও একসঙ্গে মেশাতে হবে। এবার এই মিশ্রণে মাখন গলিয়ে চিনির গুঁড়ো ও কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে

২. এবার আখরোট, কিশমিশ এবং ছোট এলাচ গুঁড়োর সঙ্গে বাদাম ও আখরোটের টুকরো, টুটি ফ্রুটি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঘন হয়ে গেলে এতে কিছু পরিমাণ দুধ যোগ করুন।

৩. এখন আপনার ডিম ছাড়া কেকের মিশ্রণটি প্রস্তুত, আপনাকে যা করতে হবে তা হল এটি এবার বেক করুন। এর জন্য, আপনাকে একটি কেক তৈরির পাত্র নিতে হবে এবং এতে কিছু গলে যাওয়া মাখন দিতে হবে, এটি ভালো করে মিশিয়ে, তারপর এতে কেকের মিশ্রণটি রাখুন এবং পাত্রটি মাইক্রোওয়েভে ৫-৭ মিনিটের জন্য রেখে দিন।

৪. এবার মাইক্রোওয়েভ থেকে কেকটি বের করে চেরি, বাদাম, কাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিন। মনে রাখবেন, ডিম ছাড়া ক্রিসমাস কেক তৈরি করতে আপনার মোট ৩০ মিনিট বা তার কম সময় লাগতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • স্মৃতিশক্তি ভালো রাখবে প্রতিদিনের এই ৭ অভ্যাস
  • যেসব খাবারে বাড়তে পারে থাইরয়েডের সমস্যা
  • ইলিশে মেলে যেসব উপকারিতা
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই ৫ সবজি
  • পেঁয়াজের চা খেলে মিলবে যেসব সুফল
  • বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর’
  • ইউরিক অ্যাসিডের মাত্রা কমায় যে ৩ ফল
  • যে ৫ অভ্যাসে ৭০ বছরেও ভালো থাকবে হার্ট
  • Copy link
    URL has been copied successfully!