আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শাহীদুজ্জামান :: সাতক্ষিরা আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় সুফি ফজলুল করীম (রহঃ) শিক্ষা প্রকল্পের বৃত্তি পরীক্ষা—২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত ৫ম ও ৮ম শ্রেণীর এই বৃত্তি পরীক্ষায় ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
দক্ষিণ পশ্চিম বঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসা ১৯৫০ সালে সাতক্ষীরার আগরদাঁড়ী গ্রামে শাহ সুফি ফজলুল করীম (রহঃ) প্রতিষ্ঠা করেন। তিনি শতাধিক বিঘা জমিসহ সকল সম্পদ এই মাদ্রাসার জন্য দান করেন। জীবনের শেষ সময় পর্যন্ত মাদ্রাসার খেদমতে তিনি নিয়োজিত ছিলেন। সুফি ফজলুল করীম (রহঃ) শিক্ষা প্রকল্পের ১ম বৃত্তি পরীক্ষা—২০২৫ উৎসব মুখর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা কতৃপক্ষ এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেন।
আগরদাঁড়ী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. রুহুল আমিনের সার্বিক তত্ত্ববধায়নে এবং শিক্ষক তরিকুল ইসলমের পরিচালনায় হল সচিবের দায়িত্ব পালন করেন আমতলা খানজাহান আলী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুতাছিম বিল্লাহ। বিভিন্ন মাদ্রাসার প্রধান এবং শিক্ষকগণ পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা ২ আসনের (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসার গর্ভারনিং বডির সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক পরীক্ষার হল সমূহ পরিদর্শন করেন। তিনি বলেন, আমরা প্রথম এই পরীক্ষার আয়োজন করতে পারায় এবং সকলের অংশগ্রহণে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য যারা শ্রম দিয়েছেন এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরোও বলেন আমরা প্রথম বৃত্তি পরীক্ষা শুরু করলাম পরবতীর্তে আরোও বেশি সংখ্যক প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহনের ব্যবস্থা করবো।
মাদ্রাসার প্রিন্সিপাল ড. রুহুল আমিন বলেন, বৃত্তি পরীক্ষা আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। তারা ভবিষ্যৎতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করে ভলো সাফাল্য অর্জন করবে।
পরীক্ষার্থীরা বলেন, আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় আমাদের অনেক ভালো লাগছে। আমাদের মধ্যে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহন করার যে ভিতি কাজ করে এই পরীক্ষায় অংশগ্রহণ করে অনেক লাঘব হয়েছে। আমরা আমাদের মেধা যাচায় করতে পারবো এবং দাখিল পরীক্ষায় ভালোবাবে অংশগ্রহণ করতে পারবো।
সম্পর্কিত সংবাদ
মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
ডেস্ক নিউজ :: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।বিস্তারিত…
মেডিকেল ভর্তি পরীক্ষার সময় বৃদ্ধি
আগামী ১২ ডিসেম্বর দেশের ১৭টি কেন্দ্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিস্তারিত…
