মাদারীপুরে বাসের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা উপজেলার উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে ও রমজানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এদিকে আহত রবিন ওই গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ এলাকা থেকে বিকেলে রাকিব তার বন্ধু রবিনকে নিয়ে মোটরসাইকেলযোগে কালকিনি উপজেলার দিকে দিকে যাচ্ছিল। মাঝপথে শিকারমঙ্গল এলাকার পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেল ধাক্কায় দেয়। এতে সড়কে ছিটকে পড়ে যায় রাকিব ও রবিন। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত রবিনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

নিহতের চাচা আলাউল মোল্লা বলেন, ছোট সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এই কালকিনি-সাহেবরামপুর সড়কে বাস চলাচল না করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • দুই বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
  • ট্রাকচাপায় রাজশাহী কলেজের ছাত্র নিহত
  • এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, আটক ২
  • চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
  • ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার
  • মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
  • Copy link
    URL has been copied successfully!