ধানের শীষ এখন পেটের বিষ : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার যখন পতন হয়, তখন এক নম্বর দলে ছিল ধানের শীষ। মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ। এখন কিন্তু তারা পেটের বিষ।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আমি আওয়ামী লীগ করি না। আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি। আমি বাংলাদেশের স্বাধীনতা চাই। আমি জয় বাংলা বলি। সরকার বাহাদুররা বলে গেলাম— জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করেন। আমি যেখানে যাইয়া দাঁড়াবো বলবো- আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই।

তিনি আরও বলেন, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য। এখান থেকে কেউ সরাতে পারবে না।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাড়ায় নাই। মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষমতা এই আট-দশটা বাচ্চাদের ছিল না। বিএনপি ও জামায়াত পারে নাই। অন্তর্ঘাত করে পারে নাই। কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। আমি বিশ্বাস করি— আল্লাহর তরফ থেকে হয়েছিল। তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন, মানুষকে অসম্মান করেছেন। তার জন্যই আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছেন।

তিনি বলেন, ১৫-১৬ বছরে শেখ হাসিনা যে অত্যাচার করেছে, যা জোর জুলুম করেছে, ব্যাটারি গাড়ি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড আর অন্যান্য জায়গা থেকে যে পরিমাণ চাঁদা উঠাইছে নৌকা মার্কারা। তার চারগুণ-দশগুণ এই ১২-১৪ মাসে অন্য দলেরা করেছে।

বহেড়াতৈল কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্যে দেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু,সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ইতহার সিদ্দিকী প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে নির্বাচন হবে না: জামায়াত আমির
  • জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি: নাহিদ
  • বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল
  • ফের জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান
  • জাতীয় নির্বাচনের অভিযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়: পরওয়ার
  • কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
  • Copy link
    URL has been copied successfully!