সবচেয়ে কম বলে এক হাজার রানের বিশ্ব রেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস তৈরি হলো। এক হাজার রানের মাইলফলক ছুঁলেন অভিষেক শর্মা। ম্যাচের হিসাবে দ্বিতীয় দ্রুততম এক হাজার রান করা ভারতীয় ব্যাটার তিনি। আর বিশ্ব রেকর্ড গড়েছেন সবচেয়ে কম বল খেলে হাজারি ক্লাবে ঢুকে।
শনিবার ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন অভিষেক। বাঁহাতি ব্যাটার ভেঙেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড। গত ২ নভেম্বর হোবার্টে ৩৮ বলে ৭৪ রান করে ৫৬৯ বলে ১ হাজার রানে পৌঁছান অজি ব্যাটার। আর অভিষেক এই মাইলফলকে যেতে খেলেছেন ৫২৮ বল।
অল্পের জন্য সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজার রান করা ভারতীয় ব্যাটার হতে পারেননি অভিষেক। এই ফরম্যাটে গ্যাবায় ২৮তম ইনিংস খেলতে নামেন তিনি। তার চেয়ে এক ইনিংস কম খেলে এক হাজারি ক্লাবে দ্রুততম ভারতীয় বিরাট কোহলি (২৭ ইনিংস)।
সম্পর্কিত সংবাদ
যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া
লম্বা সময় ধরে ফুটবল বিশ্বে সেরার লড়াইয়ে দু’জন চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খেলেছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও হর-হামেশাবিস্তারিত…
টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) তত্ত্বাবধানে প্রথমবারের মতো শুরু হতেবিস্তারিত…
