ট্রান্সপারেন্ট ডিজাইনে আসছে আইফোন ১৮ প্রো

অ্যাপল তাদের আইফোন ১৭ সিরিজ বাজারে আনার পর থেকেই পরবর্তী প্রজন্মের আইফোন নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখন সামনে এসেছে আইফোন ১৮ প্রো সিরিজ সংক্রান্ত নতুন তথ্য। জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষকদের দাবি, এই ফ্ল্যাগশিপ মডেলে প্রথমবার দেখা যেতে পারে স্বচ্ছ নকশা (ট্রান্সপারেন্ট ডিজাইন), যা অনুপ্রাণিত ব্রিটিশ স্টার্টআপ নাথিং (Nothing) এবং প্রাক্তন প্রযুক্তি ব্র্যান্ড এইচটিসি (HTC)-এর পুরনো নকশা থেকে।

নাথিং ফোনগুলো তাদের অনন্য স্বচ্ছ পেছনের অংশ (ব্যাক প্যানেল)-এর জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে, এবং এবার সেই ধারাই অনুসরণ করতে চলেছে অ্যাপল।

আইফোন ১৮ প্রো: স্বচ্ছ পেছনের অংশ ও নতুন পর্দা প্রযুক্তি-
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো (Weibo)-তে প্রযুক্তি বিশ্লেষক ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, আইফোন ১৮ প্রো সিরিজে থাকবে স্বচ্ছ ব্যাক প্যানেল, যা ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

এছাড়া, আইফোন ১৮ প্রো ম্যাক্স-এ ব্যবহার করা হতে পারে ইস্পাত আবরণের ব্যাটারি, যা আরও শক্তপোক্ত ও টেকসই পারফরম্যান্স দেবে।

অ্যাপল বর্তমানে এইচআইএএ (Hole in Active Area) নামের উন্নত প্রযুক্তি পরীক্ষা করছে, যার মাধ্যমে ওএলইডি (OLED) পর্দার নিচে সরাসরি ক্যামেরা বা ফেস আইডি সেন্সর স্থাপন করা সম্ভব হবে।

এই প্রযুক্তি ভবিষ্যতের আইফোনে পূর্ণাঙ্গ ফুল-স্ক্রিন নকশা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ক্যামেরা ব্যবস্থা ও সামনের নকশা-
আইফোন ১৮ প্রো সিরিজে থাকতে পারে ছিদ্রযুক্ত পর্দা (পাঞ্চ-হোল ডিসপ্লে), যেখানে স্থাপন করা হবে সেলফি ক্যামেরা।
অ্যাপল পরিকল্পনা করছে ফেস আইডি সেন্সর সম্পূর্ণভাবে পর্দার নিচে সরিয়ে নেওয়ার, ফলে আর দেখা যাবে না কোনো নচ বা ডাইনামিক আইল্যান্ড — পর্দা হবে একেবারে সম্পূর্ণ।

পেছনের দিকে থাকবে অনুভূমিক ক্যামেরা দ্বীপ (হরাইজন্টাল ক্যামেরা আইল্যান্ড), ঠিক আগের আইফোন ১৭ প্রো মডেলের মতোই। তবে এবার মূখ্য ক্যামেরায় যুক্ত হতে পারে পরিবর্তনশীল অ্যাপারচার প্রযুক্তি, যা আলো অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নেবে এবং ছবি তোলার মান আরও উন্নত করবে।

চিপ ও পারফরম্যান্স-
বিশেষত্বের দিক থেকে বড় পরিবর্তন আসছে।

আইফোন ১৮ প্রো: ৬.২৬ ইঞ্চি পর্দা

আইফোন ১৮ প্রো ম্যাক্স: ৬.৯ ইঞ্চি পর্দা

দুটি মডেলেই থাকবে এ২০ (A20) চিপ, যা তৈরি হবে টিএসএমসি (TSMC)-এর দ্বিতীয় প্রজন্মের ২ ন্যানোমিটার (N2) প্রযুক্তিতে। এই চিপ আগের তুলনায় আরও শক্তিশালী, বিদ্যুৎ-সাশ্রয়ী এবং দ্রুতগতির পারফরম্যান্স দেবে।

ফোনের গঠনে ব্যবহার করা হবে স্টেইনলেস স্টিল এবং বাষ্প শীতলীকরণ ব্যবস্থা (ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম), যা দীর্ঘক্ষণ ব্যবহারে ফোনকে ঠান্ডা রাখবে।

নতুন রঙ ও সম্ভাব্য উন্মোচনের সময়-
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, অ্যাপল তাদের নতুন সিরিজে আনতে পারে বেশ কয়েকটি নতুন রঙ — বারগান্ডি, কফি ও বেগুনি (পার্পল)।
ধারণা করা হচ্ছে, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসবে।
একই অনুষ্ঠানে আইফোন ফোল্ড মডেলটিও আত্মপ্রকাশ করতে পারে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড আইফোন ১৮ ও আইফোন ১৮ই বাজারে আসতে পারে ২০২৭ সালের বসন্তে।

সব মিলিয়ে, অ্যাপল আইফোন ১৮ প্রো সিরিজ শুধু নতুন ফিচারেই নয়, নকশা ও প্রযুক্তিতেও এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রথমবারের মতো স্বচ্ছ ব্যাক প্যানেল, পর্দার নিচে সেলফি ক্যামেরা, উন্নত এ২০ চিপ, এবং ওএলইডি ইন্টিগ্রেটেড সেন্সর প্রযুক্তি — সব মিলিয়ে এটি হতে চলেছে অ্যাপলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • এখন স্মার্টওয়াচেই চলবে হোয়াটসঅ্যাপ
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল
  • ২৪ ঘণ্টা পর অদৃশ্য হবে পোস্ট : থ্রেডসে নতুন ফিচার
  • ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট না হলে করণীয়
  • এআই সার্চ ও সোশ্যাল ভিডিওর কারণে উইকিপিডিয়ার ট্রাফিক কমছে
  • মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়
  • হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখার উপায়
  • Copy link
    URL has been copied successfully!