১৬ নভেম্বর থেকে বুয়েটে ভর্তি আবেদন শুরু, ১০ জানুয়ারি পরীক্ষা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তিপরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ১৬ নভেম্বর থেকে তিন সপ্তাহব্যাপী আবেদন নেওয়া হবে। শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তিপরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক জলিল বলেন, ‘১৬ নভেম্বর থেকে আমরা আবেদন গ্রহণ শুরু করব। এটি তিন সপ্তাহ বা তার বেশি সময় চলতে পারে। আবেদন শুরু হওয়ার পর পত্রিকা ও বুয়েটের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
এবারের পরীক্ষায় বাছাই পরীক্ষা নেই এবং দুই ধাপে নেওয়ার পরিবর্তে শুধু একটি ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য নিয়ম ও বিষয় আগের মতোই থাকছে।
ফলাফলের বিষয়ে অধ্যাপক জলিল বলেন, ‘ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত মেধাবীরা জিপিএ-৫ পেয়েছেন। আবেদনের যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকা বাধ্যতামূলক, যেমন আগের বছর ছিল।’
সম্পর্কিত সংবাদ
২ লাখ শিক্ষার্থীর ৪ লাখ খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টিবিস্তারিত…
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (জবিআস) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়েরবিস্তারিত…
