পরিশুদ্ধ জীবন গড়ার ৫ সহজ আমল

আত্মশুদ্ধি ও পরিশুদ্ধ জীবনই হলো ইহকালীন ও পরকালীন সফলতার মূল চাবিকাঠি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সে-ই সফলকাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে এবং সে-ই ব্যর্থ যে তার আত্মাকে কলুষিত করেছে।’ (সুরা শামস: ৯-১০) রাসুলুল্লাহ (স.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা মালের দিকে দেখেন না; বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমলের দিকে।’ (মুসলিম: ২৫৬৪)

প্রাজ্ঞ আলেমরা পরিশুদ্ধ জীবনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করেছেন। নিচে সেগুলো তুলে ধরা হলো।

১. পার্থিব মোহ ত্যাগ করা
দুনিয়ার মোহ মানুষকে আধ্যাত্মিক উন্নতি থেকে বিরত রাখে। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘বৃদ্ধদের অন্তর দুটি বিষয়ে যুবক থেকে যায়—পার্থিব জীবনের ভালোবাসা এবং দীর্ঘ আশা।’ (বুখারি: ৬৪২০)
তিনি আরও সতর্ক করে বলেন, ‘আমি তোমাদের নিয়ে দারিদ্র্যের ভয় করি না; বরং ভয় করি এই যে, তোমাদের কাছে দুনিয়া যেমন প্রসারিত হবে, তেমনই তোমরা তাতে ডুবে যাবে।’ (বুখারি: ৩১৫৮)

২. দুনিয়ার প্রকৃত রূপ চিনতে হবে
দুনিয়ার ক্ষণস্থায়ী রূপ চিনে এ থেকে সতর্ক থাকা জরুরি। আল্লাহ তাআলা বলেন, ‘পার্থিব জীবন যাদের প্রতারিত করেছিল, আজ আমি তাদের বিস্মৃত হব।’ (সুরা আরাফ: ৫১)
নবীজি (স.) বলেন, ‘কেয়ামতের দিন পাঁচটি বিষয়ে জিজ্ঞাসিত হওয়ার আগে মানুষ এক কদমও নড়াচড়া করতে পারবে না… তার জীবন কীভাবে কাটাল, যৌবন কী কাজে নষ্ট করল, সম্পদ কোথা থেকে উপার্জন করল ও কী খাতে ব্যয় করল, এবং অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করল।’ (তিরমিজি: ২৪১৬)

৩. দীর্ঘ আশা পরিত্যাগ করুন
দীর্ঘজীবনের আশা মানুষকে নেক আমল থেকে গাফেল রাখে। আল্লাহ বলেন ‘ছাড়ো ওদের। ওরা খানাপিনা করতে থাকুক আর দুনিয়া ভোগ করতে থাকুক। আশা-আকাঙ্ক্ষা ওদের ভুলিয়ে রাখুক। অতঃপর শিগগিরই ওরা জানতে পারবে।’ (সুরা হিজর: ৩)
হাসান বসরি (রহ.) বলেন, ‘বান্দা যখন দীর্ঘ আশা করে, তখন তার আমল খারাপ হয়ে যায়।’ (তাফসিরে আজওয়াউল বায়ান: ২/২৫৩)

৪. আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা
তাকওয়া বা আল্লাহভীতি আত্মশুদ্ধির মূল ভিত্তি। আল্লাহ বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা পরহেজগার এবং সৎকর্ম করে।’ (সুরা নাহল: ১২৮)
রাসুল (স.) বলেন, ‘হে আয়েশা! তুচ্ছ গুনাহ থেকেও বেঁচে থাকো; কারণ এর জন্যও আল্লাহর পক্ষ থেকে অনুসন্ধানকারী নিযুক্ত আছে।’ (ইবনে মাজাহ: ৪২৪৩)

৫. পরকালের স্মরণ নিয়মিত রাখা
মৃত্যু ও আখেরাতের স্মরণ আত্মাকে পরিশুদ্ধ করে। রাসুল (স.) বলেন, ‘সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হলো সে, যে মৃত্যুকে বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয়।’ (মুজামুল কাবির: ১৩৫৩৬)
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘মানুষের হিসাব-নিকাশের সময় নিকটবর্তী, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।’ (সুরা আম্বিয়া: ১)

পরিশুদ্ধ জীবনের জন্য উপরোক্ত আমলগুলো অত্যন্ত কার্যকরী। এগুলো আত্মাকে পরিষ্কার রাখে এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হয়ে উঠে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মশুদ্ধি অর্জনের তাওফিক দান করুন। আমিন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
  • গুনাহের পর অনুতপ্ত মনে ক্ষমা প্রার্থনার ফজিলত
  • নামাজে একাগ্রতা আনার ৬ কার্যকর উপায়
  • গর্ভবতী নারীরা যে দোয়া পড়বেন
  • মহররমের আগে যেসব প্রস্তুতি নেওয়া উচিত
  • ত্যাগের মহিমার ঈদুল আজহা আজ
  • হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি ও বিশ্ব মুসলিমের সমৃদ্ধি কামনা
  • Copy link
    URL has been copied successfully!