ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে এই ১০টি নিয়ম মানুন

ল্যাপটপ এখন কাজ, পড়াশোনা ও বিনোদনের অপরিহার্য যন্ত্র। তবে অনেক সময় ব্যবহারকারীরা এমন কিছু ভুল করেন, যার ফলে ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই ল্যাপটপের ব্যাটারি দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব।
১. অতিরিক্ত চার্জ এড়ান
ল্যাপটপ সব সময় চার্জে লাগিয়ে রাখা ক্ষতিকর। চার্জ ২০% এর নিচে নামতে না দেওয়া এবং ৮০-৯০% হলেই চার্জার খুলে ফেলা উচিত।
২. আসল চার্জার ব্যবহার করুন
কোম্পানির দেওয়া চার্জার ব্যবহার করলে সঠিক ভোল্টেজ মেলে, ফলে ব্যাটারির ক্ষতি হয় না।
৩. তাপ থেকে দূরে রাখুন
বিছানা বা নরম জায়গায় ল্যাপটপ ব্যবহার না করে সমতল হার্ড সারফেসে ব্যবহার করতে হবে, যাতে বায়ু চলাচল ঠিক থাকে।
৪. পাওয়ার সেভার মোড চালু রাখুন
ব্যাটারির উপর চাপ কমাতে পাওয়ার সেভার মোড ব্যবহার করা জরুরি।
৫. অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন
ব্যাকগ্রাউন্ড অ্যাপ টাস্ক ম্যানেজার থেকে বন্ধ করলে চার্জ বেশি সময় টিকে।
৬. স্ক্রিন ব্রাইটনেস কমান
প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করলে ব্যাটারি সাশ্রয় হয়।
৭. ওয়াই-ফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন
প্রয়োজন না হলে এগুলো অফ রাখুন, কারণ এগুলি অতিরিক্ত ব্যাটারি খরচ করে।
৮. ডিপ ডিসচার্জ এড়ান
প্রতিবার ব্যাটারি ০% করা উচিত নয়; ২০-৩০% এ পৌঁছালেই চার্জ করা ভালো।
৯. ব্যাটারি ক্যালিব্রেশন করুন
কয়েক মাস অন্তর পুরো চার্জ ও ডিসচার্জ করে সেন্সর ঠিক রাখা যায়।
১০. সফটওয়্যার আপডেটেড রাখুন
অপারেটিং সিস্টেম ও ড্রাইভার আপডেট থাকলে ব্যাটারির ব্যবহার আরও কার্যকর হয়।
নিয়ম মেনে ব্যবহার করলে ল্যাপটপ ব্যাটারি বহুদিন টেকসই থাকবে।
সম্পর্কিত সংবাদ

হোয়াটসঅ্যাপে হাই-রেজুলেশনের ছবি পাঠানোর উপায়
আমরা হোয়াটসঅ্যাপে (WhatsApp) অনেক সময় যে ছবি পাঠাই, সেগুলোর মান ভালো নয়। তথ্য সংরক্ষণ করারবিস্তারিত…

এই সস্তার ফোনে পাবেন ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি
ভারতের স্মার্টফোন বাজারে বড় চমক নিয়ে আসছে পোকো। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় বাজেট ফাইভ-জি স্মার্টফোন পোকোবিস্তারিত…