গ্রেস জেওরো হলেন সবচেয়ে দামি নারী ফুটবলার

ফরাসি তারকা মিডফিল্ডার গ্রেস জেওরোকে ১.৪ মিলিয়ন পাউন্ডে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে সই করিয়ে ইতিহাস গড়েছে লন্ডন সিটি লায়নেস। এই ট্রান্সফারের মাধ্যমে জেওরো এখন নারী ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
নারী ফুটবলে ট্রান্সফারের আগের রেকর্ড ছিল ১.১ মিলিয়ন পাউন্ড। এই দামে অরল্যান্ডো প্রাইড মেক্সিকোর উইঙ্গার লিজবেথ ওভালকে টিগ্রেস থেকে দলে ভিড়িয়েছিল।
২৮ বছর বয়সী জেওরো ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ২২ গোল করেছেন। তিনি দুটি বিশ্বকাপ, দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০২৪ সালের অলিম্পিক্সে অংশ নিয়েছেন। পিএসজিতে ১৫ বছর বয়সে যোগ দেওয়ার পর জেওরো প্রায় ২৭০ ম্যাচে ৫৪ গোল করেছেন, তিনবার ফরাসি কাপ জিতেছেন এবং দুইবার চ্যাম্পিয়নস লিগে রানার-আপ হয়েছেন।
সম্পর্কিত সংবাদ

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে একযুগ আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে আজ। ‘বি’ গ্রুপেরবিস্তারিত…

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সময় জানা গেল
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। মেগা এ টুর্নামেন্টের সম্ভাব্য সময় আজবিস্তারিত…