পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল পদত্যাগপত্র করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গতকাল সোমবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোকে প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন দেন। সিভিরিদেঙ্কো বর্তমানে অর্থনীতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন এবং জেলেনস্কির দীর্ঘ ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার কয়েক মাস আগেই তিনি ইউক্রেনের সংকটাপন্ন অর্থনীতি পরিচালনার দায়িত্বে আসেন।
এই সপ্তাহের শেষের দিকে ইউক্রেনের সংসদে (ভারখোভনা রাদা) সিভিরিদেঙ্কোর মনোনয়নের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে রাশিয়ার হামলার পর থেকে দেশটির সংসদের বড় অংশ জেলেনস্কির সমর্থনে রয়েছে, ফলে তার এই প্রস্তাব সহজেই গৃহীত হওয়ার সম্ভাবনা প্রবল।
জেলেনস্কি জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই সিভিরিদেঙ্কোর সঙ্গে পরবর্তী ছয় মাসের জন্য সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো নিয়ে আলোচনা করেছেন।
এদিকে শ্যামিহাল ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। পদত্যাগ করা শ্যামিহালকে ইউক্রেনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হতে পারে। আর বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা রুস্তেম উমেরভকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সম্ভাবনা রয়েছে।
নিজের পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে টেলিগ্রাম চ্যানেলে শ্যামিহাল লিখেছেন, দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করায় আমার পুরো দলকে ধন্যবাদ! ডেনিস শ্যামিহাল বলেছেন, তিনি ইউক্রেনের সংসদে (ভারখোভনা রাদা) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার প্রতি আস্থা রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ৩৯ বছর বয়সী সিভিরিদেঙ্কো সম্প্রতি আলোচনায় আসেন বিরল খনিজসম্পদ সংক্রান্ত এক চুক্তিকে কেন্দ্র করে, যা যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যকার ঐ গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি সামনে আসেন এবং সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সূত্র: রয়টার্স
সম্পর্কিত সংবাদ

জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী, ১০ হাজার বাস রিজার্ভ
আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির দাবি,বিস্তারিত…

ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিলেন না পুতিন
সোমবার ওভাল অফিসে খুব কড়া ভাষায় বক্তব্য রাখছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে নতুন করেবিস্তারিত…