মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

যশোর প্রতিনিধি :: যশোর জেলার মণিরামপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক ও একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে খুলনা-যশোর মহাসড়কের মণিরামপুর বাজার থেকে প্রায় এক কিলোমিটার সামনের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-জ-১১-১৩১৪ নম্বরের একটি বাস মণিরামপুর থেকে যশোরের দিকে যাচ্ছিল। কলেজ মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নাজমুল (৪০) ও ভ্যানের যাত্রী রতন (২৭) নিহত হন।

নিহত নাজমুল মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা; তার পিতা মৃত আবুল খায়ের। নিহত রতন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজনের ছেলে।

এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে মণিরামপুর থানার ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • বরিশালে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ১২৪
  • যশোরে নারী শরীরে করোনা নতুন ভেরিয়েন্ট শনাক্ত
  • তিস্তার পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট
  • যশোরের শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
  • মগবাজারে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
  • সাতক্ষীরায় ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
  • Copy link
    URL has been copied successfully!