তাহসানের সঙ্গে বিচ্ছেদ হবে মানতেই পারছিলাম না: মিথিলা

ভক্তদের কাছে তাহসান-মিথিলা ছিল একটি আবেগের নাম। দুজনের বিচ্ছেদ বুক ভেঙে দিয়েছিল তাদের। তাদের এক ছাদের নিচে চেয়ে সামাজিক মাধ্যমে ইভেন্টও খোলা হয়েছিল। আজও অনেকে আফসোস করেন অভিনেত্রী ও গায়কের বিচ্ছেদ নিয়ে। তারকা জুটির বিচ্ছেদের পর কেটে গেছে দীর্ঘ আট বছর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি।
তাহসানের সঙ্গে সেপারেশনে থাকার সময় অভিনেত্রী ভেবেছিলেন শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদ হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়নি। অভিনেত্রী বলেন, ‘অপেক্ষা করছিলাম। মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ তে বুঝলাম-এই সম্পর্কটা আর কাজ করবে না।’
অভিনেত্রী যোগ করেন, ‘আমার তখন অনেক অল্প বয়স এবং মা হিসেবেও তরুণী। বয়স কম, অভিজ্ঞতা কম, কিন্তু দায়িত্ব পাহাড়সম। আমি যে কোনো একটা সিদ্ধান্তে আসব, সেটার শক্তিই ছিল না। কারণ, আমার একটা এক বছরের বাচ্চা। আমার মানসিক অবস্থা ভালো ছিল না। যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারব নিজের জীবনের।’
বিচ্ছেদের পর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েও যেতে হয়েছিল মিথিলাকে। অভিনেত্রী বলেন, ‘২৩ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থাকতাম, একে তো আমার বাচ্চা আছে, তারপর আমি জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না।’
সেই সংকটময় সময়ে নিজের অর্থনৈতিক স্বাধীনতাই তাকে আলো দেখিয়েছে। মিথিলার কথায়, ‘এখন আমার নিজের জায়গা আছে। এর ক্রেডিট আমি আমাকেই দেব। অনেক পরিশ্রম করতে হয়েছে। মেয়েদের জন্য সবার অর্থনৈতিক স্বাধীনতা দরকার। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়।’
মিথিলা আরও বলেন, ‘এখন হয়তো মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছে; কারণ, এখন মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে। আমাকে ছোটবেলা থেকে মা বলেছে, “যা-ই করো, নিজের পায়ে দাঁড়াবে।” ফলে বিয়ের পরও আমি আমার পড়াশোনা, চাকরি সব চালিয়ে গেছি।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘বিচ্ছেদের সময় আমি অতটা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলাম না যে একা একা অতটা ভাবতে পারব, বাচ্চা মানুষ করতে পারব। সেটার জন্য সময় লেগেছে।’
প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামে এক কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর ফেসবুক পেজ থেকে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
সম্পর্কিত সংবাদ

আত্মহত্যা করেছে জনপ্রিয় অভিনেত্রীর ছেলে
ভারতের গুজরাট ইন্ডাস্ট্রির ছোটপর্দার অভিনেত্রীর ছেলে পান্ত আরতি মাকওয়ানা গতকাল বুধবার (২ জুন) সন্ধ্যায় আত্মহত্যাবিস্তারিত…

সরকারি অনুদান পাচ্ছে রেকর্ডসংখ্যক সিনেমা
অন্যান্য বছর মতো এবারও চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ১২টিবিস্তারিত…