ওয়্যারলেস নাকি ক্যাবল দিয়ে ফোন ফাস্ট চার্জ হয়?

বর্তমান স্মার্টফোন প্রযুক্তির একটি জনপ্রিয় দিক হলো ওয়্যারলেস চার্জিং। এতে ঝামেলাহীনভাবে ফোন চার্জ দেওয়া যায়। তবে অনেকেই প্রশ্ন করেন—কোনটি দ্রুত চার্জ দেয়, ওয়্যারলেস নাকি ক্যাবল (wired) চার্জিং? এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কোন মাধ্যমটি ফাস্ট চার্জিংয়ের জন্য বেশি কার্যকর এবং কেন।

ক্যাবল দিয়ে চার্জিং (Wired Charging)
সাধারণভাবে ক্যাবল দিয়ে চার্জই সবচেয়ে দ্রুত হয়।
কারণ এখানে পাওয়ার সরাসরি ট্রান্সফার হয় চার্জারের অ্যাডাপ্টার থেকে ফোনে, কোনো বাধা ছাড়াই।

ক্যাবল চার্জিংয়ের সুবিধা:
বেশি ওয়াট সাপোর্ট করে (৩০W, ৬৭W, এমনকি ১২০W পর্যন্ত)
চার্জিং স্পিড খুব দ্রুত (৩০ মিনিটে ৫০%-৭০%)
ওভারহিটিং কম
সাশ্রয়ী এবং সহজলভ্য
ওয়্যারলেস চার্জিং (Wireless Charging)
ওয়্যারলেস চার্জারে ফোন রাখতে হয় একটি চার্জিং প্যাড বা স্ট্যান্ডে। এখানে চার্জ ট্রান্সফার হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে।

ওয়্যারলেস চার্জিংয়ের সীমাবদ্ধতা:
ধীর চার্জিং স্পিড (সাধারণত ৫W–১৫W)
পাওয়ার ট্রান্সফারে কিছুটা লস হয় (efficiency কম)
ফোন ও চার্জার গরম হয়ে যেতে পারে
সঠিকভাবে না রাখলে চার্জ বন্ধ হয়ে যেতে পারে

তবুও কিছু সুবিধা:
চার্জ দেওয়ার জন্য কেবল লাগানোর ঝামেলা নেই
চার্জিং পোর্টের ক্ষয় কম হয়
চমৎকার ডিজাইনের ডেস্ক সেটআপ

তাহলে কোনটি বেছে নেবেন?
যদি দ্রুত চার্জ আপনার প্রধান চাহিদা হয়—ক্যাবল (wired) চার্জিংই সেরা পছন্দ।

যদি আপনি চান ঝামেলাহীন চার্জিং অভিজ্ঞতা, এবং সময় নিয়ে চার্জ দেওয়া সমস্যা না হয়—তাহলে ওয়্যারলেস চার্জিং ব্যবহার করতে পারেন।

ফ্ল্যাগশিপ কিছু ফোনে ৫০W বা ৮০W ওয়্যারলেস চার্জিং এলেও, তাও এখনো ক্যাবলের চেয়ে ধীর ও ব্যয়বহুল।

ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য আধুনিক ও সুবিধাজনক হলেও, চার্জিং গতি ও কার্যকারিতার দিক থেকে এখনো ক্যাবল চার্জিং এগিয়ে। তাই যারা দ্রুত চার্জ চান এবং দীর্ঘসময় চার্জে বসে থাকতে চান না, তাদের জন্য ক্যাবলই সবচেয়ে ভালো সমাধান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • হোয়াটসঅ্যাপে আসছে ডেডিকেটেড এআই ফিচার
  • স্মার্টফোন দীর্ঘদিন বন্ধ করে রাখলে কি নষ্ট হয়ে যায়?
  • ইনফিনিক্স নোট ৫০ মডেলের দাম কমল
  • কর্মীদের ৩ বেলা ফ্রি খেতে দেয় ফেসবুক
  • আপনার ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ
  • হোয়াটসঅ্যাপেও আসছে শেয়ার অপশন
  • দীর্ঘ ই-মেইল পড়ার সময় কমাবে জেমিনি
  • Copy link
    URL has been copied successfully!