সরকারি অনুদান পাচ্ছে রেকর্ডসংখ্যক সিনেমা

অন্যান্য বছর মতো এবারও চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মোট ৩২টি সিনেমাকে দেওয়া হচ্ছে এ অনুদান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এমনটাই জানিয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল সোমবার সরকারি অনুদানের ছবিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। মোট তিনটি ধাপে ছবির বাছাইপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এর মধ্যে চিত্রনাট্য বাছাই কমিটি জমা পড়া ছবি থেকে প্রথম ধাপে ৫০ শতাংশের কাজ সম্পন্ন ও দ্বিতীয় ধাপে অনুদান বাছাই কমিটির যাচাই–বাছাই হয়। তৃতীয় ও চূড়ান্ত ধাপে জমা পড়া ছবি থেকে মোট ৩২টি ছবি চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে ছবিগুলোর নাম প্রকাশ করতে চান না সংশ্লিষ্টরা।
সূত্রটি আরও জানিয়েছে, এবার সর্বাধিক সিনেমা সরকারি অনুদানের জন্য জমা পড়েছে। অন্যান্যবার এবারের অর্ধেকেরও কমসংখ্যক ছবি জমা পড়ত। তাই অনুদান প্রদানের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তিরা আগের চেয়ে বেশি দিচ্ছেন।
জানা গেছে, এপ্রিলের শেষে সরকারি অনুদানের ছবির চিত্রনাট্য জমা দেওয়ার শেষ সময় ছিল। এবার পূর্ণদৈর্ঘ্য শাখায় ১৮৯টি এবং স্বল্পদৈর্ঘ্য শাখায় ১৪০টি ছবি জমা পড়েছে। নানা ধাপ পেরিয়ে ৩২টি সিনেমাকে অনুদানের জন্য অনুমোদন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
পূর্ণদৈর্ঘ্য বিভাগে এবার প্রতিটি ছবির জন্য বরাদ্দ হয়েছে ৭৫ লাখ টাকা করে আর স্বল্পদৈর্ঘ্য বিভাগের প্রতিটি ছবির জন্য ২০ লাখ। সব মিলিয়ে এবারের অর্থ বছরে ৩২টি ছবির জন্য সরকার ১৩ কোটি টাকার বরাদ্দ রাখছে।
এদিক গত ২০২৩-২৪ অর্থবছরের জন্য চলচ্চিত্র অনুদান পেয়েছিল ২০টি পূর্ণদৈর্ঘ্য এবং ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ১৬টি সিনেমা ৭৫ লাখ টাকা এবং ৪টি সিনেমা ৫০ লাখ টাকা করে অনুদান পায়। খুব শিগগিরই ২০২৪-২৫ অর্থবছরের সরকারি অনুদানের ছবিগুলোর চূড়ান্ত তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
সম্পর্কিত সংবাদ

তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব
ঢালিউড নির্মাতা রায়হান রাফী পরিচালিত কিং খান শাকিবের ‘তাণ্ডব’ সিনেমা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথমবিস্তারিত…

অনলাইনে জুয়া কাণ্ডে অভিযুক্ত সোনু-উর্বর্শী
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলকে ঘিরে বিতর্কের অন্ত নেই। এবার নতুন করে আলোচনায় অবৈধ বেটিং অ্যাপেবিস্তারিত…