পাকিস্তানে ভয়াবহ বন্যায় ৪৬ জনের মৃত্যু

পাকিস্তান জুড়ে ভারি বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় এক সপ্তাহ কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ। এছাড়াও দেশটির চারটি প্রদেশে কয়েক হাজার ঘরবাড়ি ও বিপুল পরিমাণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৩০ জুন) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং প্রাদেশিক জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে অস্বাভাবিকভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে খাইবার পাখতুনখোয়ায় ২২ জন, পাঞ্জাবে প্রদেশে ১৩ জন, সিন্ধুতে সাতজন এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় সোয়াত নদীতে ভেসে যাওয়া একই পরিবারের ১৩ জন পর্যটকও রয়েছেন।

পাকিস্তান আবহাওয়া বিভাগের উপ-পরিচালক ইরফান ভির্ক বলেন, ‘বর্ষা মৌসুমে আমরা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সতর্কতা জারি করা হয়েছে।’

ভির্ক জানান, ২০২২ সালের ভয়াবহ বন্যার মতো ‘চরম পরিস্থিতির’ পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ওই বন্যায় দেশটির এক তৃতীয়াংশ প্লাবিত হয়েছিল। এতে ১ হাজার ৭৩৭ জনের মৃত্যু এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) চলমান বর্ষা মৌসুমের জন্য একটি বিস্তারিত পূর্বাভাস জারি করে বলেছে, আগামী দুই দিন পাঞ্জাব, পোতোহার অঞ্চল, ইসলামাবাদ এবং উচ্চ/মধ্য খাইবার পাখতুনখোয়ার কিছু অঞ্চলে বজ্রঝড় এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
  • সৌদিতে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে
  • ‘র’-এর নতুন প্রধান পরাগ জৈন
  • যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন খামেনি
  • যুদ্ধ শেষ, যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প
  • ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের প্রতিদিন ব্যয় ২০০ মিলিয়ন
  • মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান-জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • Copy link
    URL has been copied successfully!