গর্ভবতী নারীরা যে দোয়া পড়বেন
নবী জাকারিয়া আ. আল্লাহ তায়ালার কাছে সন্তান লাভের জন্য একটি দোয়া করেছিলেন। দোয়াটি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৩৮ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। তিনি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক ও সৎ সন্তান কামনা করেছিলেন।
গর্ভাবস্থায় নিজের এবং নিজের গর্ভের সন্তানের নিরাপত্তা ও সুস্থতার জন্য এই দোয়াটি পড়া যেতে পারে। দোয়াটি হলো—
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
উচ্চারণ : রাব্বি হাবলী মিল্লাদুনকা যুররিইইয়াতান তাইয়িবা,ইন্নাকা ছামী‘উদ্দু‘আ।
‘হে আমর রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী’। (সুরা আল ইমরান, আয়াত : ৩৮)।
একজন নবী সন্তান লাভের জন্য আল্লাহ তায়ালার কাছে এই দোয়া করেছেন। সেদিন বিবেচনায় দোয়াটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। নবীর অনুসরণে গর্ভবতী মায়েরা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তার রহমত কামনা করে দোয়াটি পড়তে পারেন।
এই দোয়াটিও পড়া যেতে পারে—
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا
উচ্চারণ : রাব্বানা হাব-লানা মিন আঝওয়াজিনা ওয়া-যুররিয়্যাতিনা কুররা আ’ইউন, ওয়াজআল-লানা লিল-মুত্তাক্বিনা ইমামা।
অর্থ : ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’। (সূরা ফুরকান, আয়াত, ৭৪)
প্রতিদিন কতবার পড়বেন?
-প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর পড়া উত্তম।
-চিকিৎসা সংক্রান্ত চেকআপের সময়, বা যখন কোনো দুশ্চিন্তা বা অসুস্থতা অনুভব হয়, তখনও এই দোয়া পড়া যেতে পারে।
-নিয়মিত প্রতিদিন এই দোয়া পড়লে তা আল্লাহর সঙ্গে আত্মিক সম্পর্ককে আরও মজবুত করবে ইনশাআল্লাহ।
সম্পর্কিত সংবাদ
রিজিকের জন্য কোরআনের দোয়া: হজরত ঈসা (আ.)-এর আমল
রিজিকের একমাত্র মালিক আল্লাহ তাআলা। এ বিশ্বাস প্রতিটি মুমিনের অন্তরে গভীরভাবে গেঁথে থাকে। পবিত্র কোরআনেবিস্তারিত…
পরিশুদ্ধ জীবন গড়ার ৫ সহজ আমল
আত্মশুদ্ধি ও পরিশুদ্ধ জীবনই হলো ইহকালীন ও পরকালীন সফলতার মূল চাবিকাঠি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,বিস্তারিত…
