মরক্কোতে কাল ঈদ, হবে না কোনো কোরবানি
আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে কাল শনিবার (৭ জুন) উদযাপিত হবে ঈদুল আজহা। তবে দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ এবারের ঈদে পশু কোরবানি না করতে রাজকীয় ডিক্রি বা সরকারি নির্দেশনা জারি করেছেন।
মরক্কোতে গত কয়েক বছর ধরে চলছে তীব্র খরা। সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি। এতে করে সেখানে গৃহপালিত পশুর সংকট তৈরি হয়েছে। এখনো কৃষকদের কাছে যেসব পশু আছে সেগুলো রক্ষায় কোরবানি নিষিদ্ধ করে গত বুধবার দেশটিতে রাজকীয় ডিগ্রি জারি করা হয়।
মরক্কোতে এর আগে আরও তিনবার এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। এই নির্দেশনা দিয়েছিলেন বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদের পিতা ও সাবেক রাজা দ্বিতীয় হাসান। তিনি যুদ্ধ, খরা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর শর্তের কারণে এমন নির্দেশনা দিতে বাধ্য হয়েছিলেন। আইএমএফ মরক্কোর সরকারকে শর্ত দিয়েছিল সরকার কোনো খাদ্য পণ্যে ভর্তুকি দিতে পারবে না। এরপরই কোরবানি না দিতে সাধারণ মানুষের প্রতি ডিক্রি জারি করেন তিনি।
এদিকে বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদ জানিয়েছেন, তিনি সব মরক্কোবাসীর হয়ে কোরবানি দেবেন।
রাজকীয় ডিক্রি জারি করলেও সাধারণ মানুষ এটি কতটা মানবেন সেটিই এখন দেখার বিষয়। এখন পর্যন্ত দেশটিতে পশু কোরবানি আটকাতে বেশ কঠোরতা অবলম্বন করা হচ্ছে। যেখানে পশু বিক্রি হয় সেখানে নিরাপত্তা বাহিনী রেইড দিচ্ছে। এমনকি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলাবাহিনী মানুষের বাড়ি বাড়ি গিয়ে হানা দিয়ে কোরবানির জন্য কেনা ভেড়া নিয়ে যাচ্ছে।
সূত্র: দ্য মিন্ট, দ্য গার্ডিয়ান
সম্পর্কিত সংবাদ
সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…
থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ওবিস্তারিত…
