রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্কাই ভিউ বাড়িতে হামলা ও বাড়ির সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরে দিয়েছে দুর্বৃত্তরা। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সটকে পরে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে, রাত ৮টার দিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর রংপুরে অবস্থান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রংপুর প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সেনাপাড়াস্থ জিএম কাদেরের বাসভবনের দিকে রওয়ানা হয়। পরে তারা সেখান থেকে ফিরে এসে গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এখনও তারা সেখানে অবস্থান করছেন।

এদিকে জিএম কাদেরের বাড়িতে হামলা ও বাড়ির সামনে অগ্নিসংযোগের পরপরেই জাতীয় পার্টির নেতারা ছুটে আসে স্কাই ভিউতে। বর্তমানে সেখানে তারা অবস্থান করছেন। জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা তৈরি হয়। খবর লেখা পর্যন্ত জিএম কাদেরের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি।

রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন জানান, আমরা এই মুহুর্তে স্কাই ভিউ ঘিরে রেখেছি। জিএম কাদের নিরাপদে আছেন। আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহবায়ক ইমরান আহমেদ বলেন, আমি পারিবারিক কাজে ব্যস্ত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বর্তমানে অবস্থান কর্মসূচী পালন করছে। কারও বাসায় হামলা ও আগুন দেওয়ার বিষয়ে জানা নেই।

হামলার ঘটনা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
  • জামায়াত নেতা ডা. তাহের হাসপাতালে
  • বিএনপির কন্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি: গোলাম পরওয়ার
  • পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন
  • জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত নিশ্চিত করার আহ্বান ডা. তাহেরের
  • জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না, অপেক্ষা করতে বললেন ফখরুল
  • শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর
  • নির্বাচন অবাধ করতে জার্মানির সার্বিক সহায়তা কামনা
  • Copy link
    URL has been copied successfully!