চলতি মৌসুমে হজের খুতবা দেবেন যিনি
চলতি হজ মৌসুমে (১৪৪৬ হিজরি) আরাফা দিবসে হজের খুতবা প্রদান করবেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ও বিচারবিদ শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। তাকে এ দায়িত্বে মনোনয়ন দিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের অন্যতম তাৎপর্যপূর্ণ অংশ। বিদায় হজে রাসুলুল্লাহ (স.) এখানেই ঐতিহাসিক খুতবা প্রদান করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর আরাফা দিবসে এখান থেকে দেওয়া খুতবায় হাজিদের জন্য আধ্যাত্মিক নির্দেশনা ও মানবিক বার্তা তুলে ধরা হয়।
এ বছর সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫ সালের ৫ জুন, বৃহস্পতিবার ১৪৪৬ হিজরির ৯ জিলহজ নির্ধারিত হয়েছে। এই দিনেই আরাফার ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সৌদি সরকারের উদ্যোগে হজের খুতবা বিশ্বের প্রায় ২০টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে, যার মধ্যে বাংলা ভাষাও থাকবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম সম্প্রদায়ের কাছে হজের তাৎপর্য পৌঁছে দিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শায়খ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন। তিনি উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি ফিকহ ও তার মূলনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি দীর্ঘদিন ধরে মসজিদুল হারামে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সৌদি আরবের শূরা কাউন্সিলের স্পিকার, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
ইসলামি জ্ঞান, হিকমাহ ও বিচারিক নেতৃত্বে তার অবদান মুসলিম বিশ্বে গভীরভাবে প্রশংসিত। তার বক্তৃতা, বিশ্লেষণ ও প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গি তাকে আন্তর্জাতিক অঙ্গনে একজন শ্রদ্ধেয় আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সূত্র: সৌদি গেজেট, দ্য ইসলামিক ইনফরমেশন, ইনসাইড দ্য হারামাইন
সম্পর্কিত সংবাদ
রিজিকের জন্য কোরআনের দোয়া: হজরত ঈসা (আ.)-এর আমল
রিজিকের একমাত্র মালিক আল্লাহ তাআলা। এ বিশ্বাস প্রতিটি মুমিনের অন্তরে গভীরভাবে গেঁথে থাকে। পবিত্র কোরআনেবিস্তারিত…
পরিশুদ্ধ জীবন গড়ার ৫ সহজ আমল
আত্মশুদ্ধি ও পরিশুদ্ধ জীবনই হলো ইহকালীন ও পরকালীন সফলতার মূল চাবিকাঠি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,বিস্তারিত…
