ম্যাচ হারের পর দর্শকদের সঙ্গে তর্কে জড়ালেন শামীম

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলেছে মোহাম্মদ ওয়াসিমের দল। আইসিসির সহযোগী এই সদস্যের কাছে সিরিজ হারে বেশ হতাশ ছিলেন গ্যালারিতে থাকা বাংলাদেশি দর্শকরা। সেই হতাশা থেকেই ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় দর্শকদের।

গতকাল শারজাহতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।

এমন হারের পর বেশ ক্ষুব্ধ ছিলেন বাংলাদেশি দর্শকরা। আরব আমিরাতে প্রচুর বাংলাদেশি প্রবাসী আছেন। ফলে গ্যালারিতে তাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে বেশ কয়েকজন সমর্থক গ্যালারি থেকে ক্রিকেটারদের উদ্দেশ্য করে নানা স্লোগান দেন। দর্শকদের এমন ব্যবহারে এক পর্যায়ে মেজাজ হারান শামীম পাটোয়ারী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়েরা যখন মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন এক দর্শক বাজে ভাষা ব্যবহার করেন। অন্য ক্রিকেটাররা মাথা নিচু করে চলে গেলেও জবাব দেন শামীম। তিনি গ্যালারির দিকে ইঙ্গিত করে সেই দর্শককে নিচে নামার আহ্বান জানান।

শামীমের এমন প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারির অনেক দর্শক একসঙ্গে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। ঠিক তখনই তানজিম হাসান সাকিব এসে শামীমকে ড্রেসিংরুমের দিকে নিয়ে যান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • ‘ইউরোপ ফেরার পথ বন্ধ, বিশ্বকাপেই শেষ মেসি অধ্যায়ের’
  • হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার
  • আবারো বাবা হলেন নেইমার
  • একদিনে বাংলাদেশের দুই জয়
  • প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ
  • চলতি জুলাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
  • বাহরাইনকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ
  • Copy link
    URL has been copied successfully!