৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম প্রিলির তারিখ ঘোষণা
৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২১ মে) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।
পরবর্তী সময়ে যেকোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার পিএসসির আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৪৮তম বিসিএসের সিলেবাস প্রকাশ-
এদিকে শিক্ষা ও স্বাস্থ্যে জনবল নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই মধ্যে ৪৮তম বিসিএসের সিলেবাস প্রকাশ করেছে পিএসসি।
বুধবার (২১ মে) পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।
প্রকাশিত সিলেবাস অনুযায়ী- বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তিতে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া মানসিক দক্ষতায় থাকবে ১০ নম্বর।
স্বাস্থ্য ক্যাডারের জন্য মেডিকেল সায়েন্সের পার্ট-১-এ প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যালে ৫০ নম্বর, পার্ট-২-এ ক্লিনিক্যালে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া ডেন্টাল সায়েন্সের পার্ট-১-এর অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমিতে ৫০ এবং পার্ট-২-এ ওরাল সার্জারি অ্যান্ড অ্যানেস্থিসিয়াতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশেষ বিসিএসগুলো দ্রুততম সময়ে শেষ করা হয়। শিক্ষা ও স্বাস্থ্যের জন্য এ বিশেষ বিসিএস চলতি বছরের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। জুনে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারলে ছয় মাস সময় পাবে পিএসসি। এ সময়ের মধ্যে বিশেষ বিসিএসের সব প্রক্রিয়া শেষ করে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার রোডম্যাপ তৈরি করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই আসছে। আজ সোমবারবিস্তারিত…
২০২৬ সালের এসএসসি পরীক্ষা : ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকেবিস্তারিত…
