পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলায় পাঁচজন নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার বিভাগে স্কুলবাসে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। খুজদারের সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দস্তি জানিয়েছেন, এ হামলায় আরও ৩৮ জন আহত হয়েছেন।

বুধবার (২১ মে) এক সকালে সেনাবাহিনী পরিচালিত স্কুলটির বাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ইয়াসির ইকবাল বলেছেন, “বাসটি আর্মি পাবলিক স্কুলের। বাসটি যখন শিশুদের আনছিল তখন এতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।”

পাকিস্তানের সেনাবাহিনী হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে, ‘ভারতের প্রক্সিরা’ এতে জড়িত। তবে তারা দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হামলার ‘কঠোর নিন্দা’ জানিয়ে ভারতকে দোষারোপ করেছেন। তবে ভারত পাকিস্তানের এমন অভিযোগের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

হামলায় যে পাঁচজন নিহত হয়েছে তাদের মধ্যে তিনজন শিশু আর বাকি দুজন প্রাপ্তবয়স্ক। হামলার তীব্রতা বেশি হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বেলুচিস্তানে সাধারণত এমন হামলা চালিয়ে থাকে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তবে আজকের হামলার দায় কোনো গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “শত্রুরা নির্দোষ শিশুদের ওপর বর্বর হামলা চালিয়েছে। স্কুল বাসে হামলা শত্রুদের জঘন্য ষড়যন্ত্র, যেটির মাধ্যমে পাকিস্তানে তারা অস্থিতিশীলতা তৈরি করতে চায়।”

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ। তা সত্ত্বেও সেখানকার মানুষ সবচেয়ে বেশি দরিদ্র। বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র গঠন করতে চায়।

স্কুলবাসে আজকের এ হামলার কয়েকদিন আগেই বেলুচিস্তানের কিয়াল্লা আব্দুল্লাহর একটি বাজারে বোমা বিস্ফোরণে চারজন নিহত হন।

পাকিস্তানের দাবি বেলুচ লিবারেশন আর্মিকে সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে ভারত। তবে নয়াদিল্লি সবসময় এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।

আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার ইসলামাবাদ থেকে জানিয়েছেন, আজকে স্কুলবাসে যে হামলা হয়েছে সেটিকে ‘পাকিস্তান বেশ গুরুত্বের’ সঙ্গে নিচ্ছে। তিনি বলেন, পাকিস্তান সাধারণত এসব হামলার জন্য বেলুচ লিবারেশন আর্মিকে দায়ী করে। তাদের অভিযোগ এই সশস্ত্র গোষ্ঠীকে ভারত মদদ দেয়।

গত মার্চে বেলুচিস্তানে এই গোষ্ঠীর সদস্যরা আস্ত একটি ট্রেন ছিনতাই করে। যেখানে ৩৩ জনকে হত্যা করে তারা। সূত্র: আলজাজিরা

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ভারতে সেতুর একাংশ ভেঙে নদীতে পড়ল যানবাহন
  • তালেবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা
  • বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত
  • রাশিয়ার পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করলেন পুতিন
  • মিয়ানমারে তুমুল সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার মানুষ
  • ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
  • নতুন স্থানে পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প
  • যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা করল ইসরায়েল
  • Copy link
    URL has been copied successfully!