আইপিএলের প্লে-অফ ও ফাইনালের সূচি প্রকাশ

দক্ষিণ ভারতে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শেষ হোম ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। আগামী শুক্রবার, ২৩ মে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা থাকলেও তা এখন অনুষ্ঠিত হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে।

ফলে আরসিবির শেষ দুই ম্যাচই হবে লখনউতে। ২৩ মে সানরাইজার্সের বিপক্ষে এবং ২৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তাদের নির্ধারিত অ্যাওয়ে ম্যাচ। কারণ বেঙ্গালুরুর আবহাওয়া দফতর শহরে “মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের” পূর্বাভাস দিয়ে ইয়েলো অ্যালার্ট জারি করেছে, যা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা।

এর আগে গত শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আরসিবির হোম ম্যাচটিও টানা বৃষ্টির কারণে এক বলও না গড়িয়েই বাতিল হয়ে যায়। তারপর থেকে টানা ঝড়-বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে দলটিকে ইনডোরে প্রস্তুতি চালিয়ে যেতে হয়েছে।

শেষ মুহূর্তের এই ভেন্যু পরিবর্তন আরসিবির জন্য আশীর্বাদস্বরূপ হতে পারে, কারণ ঘরের মাঠে আরেকটি ম্যাচ বাতিল হলে পয়েন্ট হারানোর শঙ্কা ছিল। এই পরিবর্তনের ফলে শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফে যাওয়ার রাস্তা এখন অনেকটাই খোলা থাকল তাদের জন্য।

এদিকে আইপিএলের প্লে অফ সূচিও প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে আইপিএল ২০২৫-এর প্লে-অফ ম্যাচ গুলো হবে মোল্লানপুর ও আহমেদাবাদে। চলতি মাসের শুরুতে টুর্নামেন্টের সূচিতে সাময়িক স্থগিতাদেশ দেওয়ার পর নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

যেখানে মে ২৯ তারিখে কোয়ালিফায়ার ১ ও পরদিন এলিমিনেটর অনুষ্ঠিত হবে মোল্লানপুরে। এরপর জুন ১ ও ৩ তারিখে কোয়ালিফায়ার ২ ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে আহমেদাবাদে। আগে নির্ধারিত সূচি অনুযায়ী হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল এই চারটি ম্যাচ।

এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানস।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • চলতি জুলাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
  • বাহরাইনকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ
  • অভিষেকেই ৬১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
  • কলম্বো টেস্ট : দুই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় লিটন
  • কমনওয়েলথে ৪ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ
  • ভারতের কোচ হতে আগ্রহী সৌরভ গাঙ্গুলী
  • এনবিআরে ফের কলম বিরতির ঘোষণা
  • ধোনিকে ছাড়িয়ে সেরা হওয়ার দৌড়ে পান্ত
  • Copy link
    URL has been copied successfully!