আগস্টে ঢাকায় আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে চলতি বছরের আগস্ট মাসে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি চলতি মাসের শুরুতে ঢাকায় তার সফরকালে সম্ভাব্য এই সফরের ইঙ্গিত দিয়েছিলেন।

সোমবার (১৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, উভয় দেশ এই সফর চূড়ান্ত করতে উচ্চপর্যায়ে আলোচনা করছে। এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা ও রোম বৈধ পথে অভিবাসন, কর্মী নিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কাজ করছে।

গত ৫ মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ‘নবায়ন’ ও ‘পুনরায় চালু’ করতে রোমের ইচ্ছার কথা ব্যক্ত করেন।

বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেপ্টেম্বরের আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বাংলাদেশ সফর করতে পারেন বলে পিয়ান্তেদোসি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

তিনি নিরাপদ ও নিয়ন্ত্রিত অভিবাসন কাঠামোর অধীনে বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নিয়োগে ইতালির ক্রমবর্ধমান আগ্রহের কথা তুলে ধরেন।

জবাবে অধ্যাপক ইউনূস ইতালির আগ্রহকে স্বাগত জানান। তিনি অবৈধ অভিবাসন মোকাবিলা ও মানবপাচার রোধকল্পে রোমের সঙ্গে সহযোগিতা করতে ঢাকার প্রস্তুতির কথা ব্যক্ত করেন।

গত বছরের সেপ্টেম্বরে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

ওই সময় মেলোনি বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর বিশেষভাবে জোর দিয়ে চলমান সংস্কার উদ্যোগের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত করেন। সূত্র: বাসস

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১০ মাসে ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
  • ভোট বানচালের চেষ্টা করবে নানা শক্তি, সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা
  • ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত’
  • সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার : প্রেস সচিব
  • আরপিও সংশোধন, ভোটে অংশ নিতে পারবে না পলাতক আসামিরা
  • আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকুন: জামায়াত–এনসিপিকে ড. ইউনূস
  • সংসদ নির্বাচন বিষয়ে ইউএনওদের প্রশিক্ষণ শুরু আজ
  • বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে: প্রধান উপদেষ্টা
  • Copy link
    URL has been copied successfully!