ঢাকা চলচ্চিত্র উৎসবের সেরা ছবি মেহজাবীনের ‘প্রিয় মালতী’
একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নিল মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি। সামাজিক মাধ্যমে খবরটি জনপ্রিয় এ অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।
নিজের ফেসবুকে পুরস্কারপ্রাপ্তির ছবি ভাগ করে নিয়েছেন মেহজাবীন। সেইসঙ্গে উচ্ছ্বসিত এ তারকা লিখেছেন, ‘‘প্রিয় মালতী’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে।’’
এ সময় মেহজাবীন নিজের ছবির সকল শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান। সুখবরটি নাড়া দিয়েছে মেহজাবীনের অনুসারীদেরও। মন্তব্যের ঘরে তারা জানিয়েছেন অভিনন্দন।
এদিকে সিনেমা হলেও বেশ দর্শক টেনেছে ছবিটি। গত ২০ ডিসেম্বর মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এখনও প্রদর্শিত হচ্ছে থিয়েটারে।
‘প্রিয় মালতী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। গল্পও শঙ্খ দাসগুপ্তর। চিত্রনাট্যে তার সঙ্গে হাত লাগিয়েছেন আবু সাঈদ রানা। এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
হাসপাতালে মালাইকা অরোরা
গতকাল এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে মন খুলে নেচেছেন মালাইকা অরোরা। গানের সঙ্গে মিলিয়েছেন ঠোঁট। সেখান থেকেবিস্তারিত…
১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!
হিন্দি টেলিদুনিয়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালি এবং মাহি ভিজের প্রায় দেড় দশকের দাম্পত্যে ভাঙনবিস্তারিত…
