গুগল সার্চে যুক্ত হচ্ছে পডকাস্ট, যে সুবিধা পাবেন
এবার ব্যবহারকারীদের সুবিধার্থে আরও একটি পরিবর্তন নিয়ে আসতে চলেছে গুগল। এখন ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য সহজে জানার সুযোগ দিতে পডকাস্ট–সুবিধা চালু করছে প্রতিষ্ঠানটি। ‘‘ডেইলি লিসেন’’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এ পডকাস্ট সুবিধা ব্যবহারকারীদের পছন্দের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য অডিও আকারে শোনাবে। ফলে এর মাধ্যমে এখন থেকে আর গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ এক প্রতিবেদনে বলে, ডেইলি লিসেন নামের সুবিধাটি নির্দিষ্ট ব্যক্তির গুগল সার্চ ইতিহাস ও গুগল ডিসকভার ব্যবহারের কার্যক্রম পর্যালোচনা করে পছন্দের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্যের সমন্বয়ে ৫ মিনিটের একটি অডিও পডকাস্ট তৈরি করবে। পডকাস্টটি চালু করলেই পছন্দের সংবাদ ও তথ্যগুলো শুনতে পাওয়া যাবে। ফলে ইন্টারনেটে অন্য কাজ করার সময়ও হালনাগাদ এসব তথ্য জানার সুযোগ পাওয়া যাবে।
প্রাথমিকভাবে কেবলমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসকারী অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি চালু করা হবে। পর্যায়ক্রমে তা সব দেশের গুগল ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন। সুবিধাটি চালু হলে গুগল অ্যাপের সার্চ বারের নিচে থাকা ‘‘স্পেস’’ অপশন থেকে ‘‘ডেইলি লিসেন’’ কার্ডে ক্লিক করলেই অডিও প্লেয়ার চালু হবে। প্লেয়ারটিতে অডিওর গতি নিয়ন্ত্রণসহ মতামতও দেওয়া যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সম্পর্কিত সংবাদ
এখন স্মার্টওয়াচেই চলবে হোয়াটসঅ্যাপ
অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর! জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অবশেষে নিয়ে এলো এমন একটিবিস্তারিত…
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল
আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠেয় ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) এবিস্তারিত…
