আগামী নির্বাচন হবে দিনের আলোতে : ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আগামীতে এ দেশে দিনের আলোয় নির্বাচন হবে, যখন নির্বাচন হবে তখন সবাই আপনারা দিনে ভোট দিবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান আমারা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব। দয়া করে কোনো চোর বাটপার ধান্দাবাজকে সংসদে পাঠাবেন না।’
গতকাল শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের শিক্ষিত মানুষেরা কলমের আগা দিয়ে চুরি করে। টাকা ছাড়া এদেশের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। আমরা ক্ষমতার জন্য পাগল। একবার ক্ষমতায় গেলে আর নামতে চাই না। প্রয়োজনে হাজার হাজার মানুষ মেরে ক্ষমতায় থাকতে চায়।’
তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপত্বিতে কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমাদের তত্বাবাধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খাঁন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল প্রমুখ। পরে তাফসীরুল কুরআন মাহফিলে দেশের বিভিন্ন ওলামায়েকেরাম বয়ান করেন।
সম্পর্কিত সংবাদ
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনবিস্তারিত…
ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর রোববার (১১বিস্তারিত…
