তিন মাস পর খুলেছে মক্কার ১৫৬০ মসজিদ

পবিত্র নগরী মক্কার ছোট-বড় ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেয়া হচ্ছে। দীর্ঘ তিন মাস পর আজ রোববার ফজর থেকে মসজিদগুলো খুলে দেয় সৌদি সরকার।

সৌদি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেদ্দাভিত্তিক দৈনিক সৌদি গেজেট। তবে আপাতত মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আসতে নিষেধ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মসজিদে আসতে বলা হয়েছে। এ ছাড়াও কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে যেমন- প্রত্যকের জন্য আলাদা নামাজের পাটি, সারিগুলির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, পাশাপাশি মুসল্লিদের বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

মন্ত্রণালয়ের নির্ধারিত সতর্কতা, প্রতিরোধমূলক ব্যবস্থা ও নির্দেশনা অনুয়ায়ী মক্কার জেলাগুলো ও আশেপাশের এলাকার মসজিদগুলো খুলে দেয়ার জন্য কর্তৃপক্ষেকে সহায়তা করতে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল উদ্যোগ নিয়েছে।

এর আগে গত ৩১ মে খুলে দেয়া হয়েছিল মদিনার মসজিদুল নববীসহ সৌদির অন্য অঞ্চলের সব মসজিদ।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে মসজিদগুলোতে জুমার নামাজসহ জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়। তবে ৩১ মে মসজিদে নববীসহ সৌদি আরবের অন্যান্য মসজিদগুলো খুলে দেয়া হলেও মক্কা অঞ্চলের মসজিদগুলো বন্ধ ছিল।



« (পূর্ববর্তী সংবাদ ..)



Related News

  • মধ্যপ্রাচ্যে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি
  • মস্কোতে কনসার্টে হামলা: নিহত বেড়ে ১৪৩
  • মস্কোতে কনসার্টে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০
  • আফগানিস্তানের ব্যাংকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২১
  • পাকিস্তানের রাজনীতিতে বেনজির কন্যা আসিফা
  • গাজার দুর্ভিক্ষ মানবসৃষ্ট, দায়ী ইসরায়েল : ইইউ
  • ইরানে আতশবাজি বিস্ফোরণে নিহত ১৫, আহত ৪৭০০
  • মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মমতা
  • %d bloggers like this: