ল্যাাপটপ এই নিয়মে চালালে দীর্ঘদিন ভালো থাকবে

বর্তমান সময়ে অফিসের কাজ থেকে শুরু করে পড়াশোনা, সবক্ষেত্রেই ল্যাপটপ আমাদের নিত্যসঙ্গী। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দামী এই ডিভাইসটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ল্যাপটপ দীর্ঘদিন নতুনের মতো সচল রাখতে কিছু সহজ কিন্তু কার্যকরী নিয়ম মেনে চলা জরুরি।

১. ব্যাটারি ও চার্জিংয়ের সঠিক ব্যবহার
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে এটি ব্যবহারের ধরনে পরিবর্তন আনা প্রয়োজন। অনেকেই সারাক্ষণ ল্যাপটপ চার্জে বসিয়ে রাখেন, যা ব্যাটারির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার ব্যাটারি একেবারে শূন্য শতাংশ হওয়া পর্যন্ত ব্যবহার করাও ঠিক নয়। আদর্শ নিয়ম হলো, চার্জ ২০ শতাংশে নামলে চার্জে দেওয়া এবং ৮০-৯০ শতাংশ হয়ে গেলে চার্জার খুলে ফেলা। অতিরিক্ত চার্জ দেওয়া থেকে বিরত থাকলে ব্যাটারি দীর্ঘদিন ব্যাকআপ দেবে।

২. সঠিক স্থানে রেখে ব্যবহার
ল্যাপটপ কোথায় রেখে ব্যবহার করছেন, তার ওপর ডিভাইসের আয়ু অনেকাংশেই নির্ভর করে। বিছানা, সোফা বা বালিশের ওপর রেখে ল্যাপটপ ব্যবহার করলে এর নিচের বাতাস চলাচলের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এতে ডিভাইস দ্রুত গরম হয়ে অভ্যন্তরীণ যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। তাই সবসময় শক্ত ও সমতল টেবিল ব্যবহার করা উচিত, যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন নিশ্চিত হয়।

৩. অপ্রয়োজনীয় সফটওয়্যার ও ফাইল বর্জন
ডিভাইসের গতি বজায় রাখতে স্টোরেজ পরিষ্কার রাখা অপরিহার্য। ল্যাপটপে অপ্রয়োজনীয় সফটওয়্যার বা অ্যাপ জমিয়ে রাখলে প্রসেসরের ওপর চাপ পড়ে এবং ডিভাইস স্লো হয়ে যায়। নিয়মিত ক্যাশ ফাইল পরিষ্কার করা এবং অব্যবহৃত বড় ফাইলগুলো ডিলিট করলে ল্যাপটপ দ্রুত গতিতে কাজ করবে।

৪. নিয়মিত সিস্টেম আপডেট
ল্যাপটপের অপারেটিং সিস্টেম এবং প্রয়োজনীয় সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট করা প্রয়োজন। আপডেট শুধু নতুন ফিচারই আনে না, বরং ডিভাইসের নিরাপত্তা ত্রুটিগুলোও সমাধান করে। নিয়মিত আপডেট না করলে ল্যাপটপ স্লো হয়ে যাওয়ার পাশাপাশি হ্যাকিং বা ভাইরাস আক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

৫. পেরিফেরাল সংযোগে সতর্কতা
যেকোনো মানের চার্জিং কেবল, ইউএসবি বা লোকাল পাওয়ার অ্যাডাপ্টার ল্যাপটপে ব্যবহার করা বিপজ্জনক। এটি ল্যাপটপের মাদারবোর্ড পুড়িয়ে দিতে পারে। এছাড়া ল্যাপটপ থেকে সরাসরি ফোন বা পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া এড়িয়ে চলা ভালো। এতে ল্যাপটপের ব্যাটারি দ্রুত দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকে।

একটি ল্যাপটপ কতদিন ভালো থাকবে, তা নির্ভর করে ব্যবহারকারীর সচেতনতার ওপর। উপরের ছোটখাটো নিয়মগুলো মেনে চললে হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয় দিক থেকেই আপনার প্রিয় ডিভাইসটি দীর্ঘদিন নিরবচ্ছিন্ন সেবা দেবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • যেসব ভুলে ফেসবুক মনিটাইজেশন হারাতে পারেন
  • ৭০০০ এমএএইচ ব্যাটারির ৫জি ফোন এনেছে রিয়েলমি
  • সুজুকি ৩৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে
  • হোয়াটসঅ্যাপ নতুন ফিচার: মেসেজ রিমাইন্ডার করা যাবে
  • সিম চালু না থাকলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাকাউন্ট
  • ফেসবুক গ্রুপে নাম গোপন রেখেই পরিচিত হওয়া যাবে
  • রিয়েলমি সি৮৫ সিরিজ: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল এই ফোন
  • Copy link
    URL has been copied successfully!