২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা ফিফার, চ্যাম্পিয়ন দল পাবে কত?

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি মার্কিন ডলার প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১০ কোটি টাকার বেশি। বুধবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে।

ফিফার ঘোষণা অনুযায়ী, আগামী বিশ্বকাপে মোট পুরস্কার তহবিল ধরা হয়েছে ৬৫ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৫৫৮.৫ মিলিয়ন ইউরো)। যা ২০২২ কাতার বিশ্বকাপে দেওয়া মোট ৪৪ কোটি ডলারের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

তবে এবার বিশ্বকাপের কাঠামোও বদলাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরেই প্রথমবার অংশ নেবে ৪৮টি দল।

২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জয়ের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। ফাইনালে হেরে যাওয়া ফ্রান্সের প্রাপ্তি ছিল ৩ কোটি ডলার।

নতুন কাঠামো অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার, আর সেমিফাইনালে হেরে যাওয়া অন্য দলটি পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ লাখ ডলার করে। পাশাপাশি অংশগ্রহণকারী সব ৪৮টি দেশকে অতিরিক্ত ১৫ লাখ ডলার করে দেওয়া হবে, যা মূলত ‘প্রস্তুতি ব্যয়’ মেটানোর জন্য বরাদ্দ।

ফিফার এই আর্থিক পরিকল্পনাকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় প্রাইজমানি প্যাকেজ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার, খেলতে পারবেন বিপিএলে
  • নেইমার জানালেন- ‘এবার শেষ মিশন’
  • ইংলিশ ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন
  • স্মিথ যে কারণে চোখের নিচে কালো স্ট্রাইপ পরে খেলবেন
  • বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কটের ঘোষণা ইরানের
  • সরাসরি চুক্তিতে তাসকিনের দলে পাথিরানা
  • আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
  • Copy link
    URL has been copied successfully!