সিরিয়ালে অভিনয় করব না : জীতু কামাল

বেশ কয়েক মাস ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ধারাবাহিকের প্রধান দুই মুখ জীতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের বিষয় বারবার উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই তিক্ত অভিজ্ঞতার জেরেই কি এবার বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা জীতু কমল?

সম্প্রতি ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ‘অপর্ণা’র চরিত্র থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। এর পরপরই নতুন নায়িকা নির্বাচন নিয়েও শুরু হয় বিতর্ক। যদিও দর্শকদের একটি বড় অংশ দাবি জানায়, দিতিপ্রিয়া ছাড়া অন্য কাউকে অপর্ণার চরিত্রে মানাবে না। এমন পরিস্থিতিতে নতুন করে শুরু হতে যাচ্ছিল ধারাবাহিকটি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আপনারা অর্থাৎ যারা আমার ভক্ত বা দর্শক, যাদের জন্য আমি নায়ক হতে পেরেছি আমি আমার জীবনে কোনো সিদ্ধান্ত তাদের না জানিয়ে করি না।’

‘তাই আজ আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি, সেটাও আপনাদের জানিয়েই করব। আজকে আমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি আর সেটা হলো- আগামী দিনে আর কোনো টিভি সিরিয়ালে আমি অভিনয় করব না।’

তার কথায়, ‘আমি খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আমি শেষ অভিনয় করছি। এরপর অন্য মাধ্যমে অভিনয় করলেও ধারাবাহিকে আমি আর অভিনয় করব না। যারা আমার সঙ্গে রয়েছেন বা যারা আমার বিরুদ্ধে রয়েছেন, তাদের সকলকেই আমি এই কথাটা জানালাম।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
  • সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন
  • নিজ বাসা থেকে ইউটিউবারের মরদেহ উদ্ধার
  • এত শীত সইবো কেমন করে: চঞ্চল চৌধুরী
  • অজয়ের ‘রেইড ৩’ নিয়ে যা জানা গেল
  • ঢাকায় রিকশা চালালেন আহাদ রেজা
  • চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী
  • Copy link
    URL has been copied successfully!