সরাসরি চুক্তিতে তাসকিনের দলে পাথিরানা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য নিলামে নাম দিয়েছেন মাথিশা পাথিরানা। বিপিএলের এই নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল। তবে তার আগেই অন্য এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন এই লঙ্কান পেসার।
বিপিএলের কাছাকাছি সময়েই মাঠে গড়াবে আইএলটি-টোয়েন্টি। সেই লিগেই এবার দল পেয়েছেন পাথিরানা। এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
মূলত জেইডেন সিলসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে পাথিরানাকে। এই ক্যারিবিয়ান পেসার আসর শুরুর আগেই ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে এবার পাথিরানার ওপর আস্থা রাখছে শারজাহ।
একই দলের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলবেন তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে তাসকিনের সঙ্গে বল হাতে জুটি বাধতে দেখা যেতে পারে পাথিরানাকে।
আইএল টি-টোয়েন্টির এবারের আসর শুরু হবে ১০ জানুয়ারি থেকে। এদিকে বিপিএল শুরু হতে পারে ২৬ ডিসেম্বর থেকে।
সম্পর্কিত সংবাদ
শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরের বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়
তাওহিদ হৃদয়ের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছিল রংপুর রাইডার্স। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে মুহাম্মদ ওয়াসিমবিস্তারিত…
সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
নারী ফুটবল লিগে আজ পাঁচটি ম্যাচ ছিল। সকাল দশটা থেকে খেলা শুরু হয়ে সন্ধ্যা সাতটায়বিস্তারিত…
