নিজ বাসা থেকে ইউটিউবারের মরদেহ উদ্ধার

জার্মানির জনপ্রিয় ইউটিউবার জ্যান জিমারম্যান আর নেই। ১৮ নভেম্বর মৃগীরোগে মৃত্যু হয়েছে তার। দেশটির কোনিগসউইন্টার শহরের অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর।

এই ইউটিউব তারকা পরিবার এক বিবৃতি প্রকাশ জানিয়েছে, গত ১৮ নভেম্বর মৃগীরোগে আক্রান্ত হয়ে আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে মারা গেছেন জিমারম্যান। সে হাস্যরস ও উদার হৃদয়ের ছিল। তোমাকে সবসময় ভালোবেসেছি, আমরা তোমাকে ছেড়ে দিয়েছি কিন্তু কখনও ভুলব না।

এদিকে তার মৃত্যুর ঘটনায় একজন মুখপাত্র বলেন, গত ১৮ নভেম্বর জিমারম্যানের মরদেহ উদ্ধার করা হয়। আমরা মৃত্যুর কারণ জানতে তদন্ত করেছি। যা এরইমধ্যে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে কোনো ধরনের অপরাধের প্রমাণ মিলেনি।

২০১৯ সালে তিনি ইউটিউবে যাত্রা করেন। বন্ধু টিম লেহম্যানের সঙ্গে একসঙ্গে যাত্রার পর এই জুটির ভিডিওগুলো সাড়া ফেলে নেটিজেন মহলে। ইউটিউবে তার অনুসারী সংখ্যা ২০ লাখের বেশি। ইনস্টাগ্রামে প্রায় সাড়ে চার লাখ ফলোয়ার রয়েছে।

জিমারম্যানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার অনুসারীদের মাঝে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





Copy link
URL has been copied successfully!